Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ঝাড়খণ্ড: চম্পই সোরেনকে অপমানের দাবিতে ছড়াল অমিত শাহর সম্পাদিত ভিডিও

বুম দেখে মূল ভিডিওতে অমিত শাহ মঞ্চে ডাকার সময় চম্পই সোরেনের সঙ্গে 'জী' শব্দটি ব্যবহার করেন যা ভাইরাল ভিডিওতে বাদ দেওয়া হয়েছে।

By -  Srijanee Chakraborty |

15 Nov 2024 5:01 PM IST

ঝাড়খণ্ডে (Jharkhand) বিধানসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন (Champai Soren) এবং ঘাটশিলার বিজেপি প্রার্থী বাবুলাল সোরেনকে মঞ্চে ডাকার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে ডাকার সময় আদিবাসী নেতা চম্পই সোরেন এবং বাবুলাল সোরেনকে অপমান করেছেন।

বুম দেখে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। মূল ভিডিওয় দেখা যায় অমিত শাহ তার ভাষণে যখন তিন বিজেপি প্রার্থীর নাম উল্লেখ করে তাদের মঞ্চে আসতে বলেন তখন 'চম্পই জী' বলে সম্বোধন করেন। এছাড়াও, তিনি চম্পই সোরেনকে একজন প্রবীণ আদিবাসী নেতা বলেও সম্মান করেন।

ঝাড়খণ্ড বিধানসভার ৮১ টি আসনের মধ্যে ৪৩টি আসনে ২০২৪ সালের ১৩ নভেম্বর প্রথম পর্যায়ে ভোটগ্রহণ হয়েছে। বাকি ৩৮টি আসনে ২০ নভেম্বর ভোটগ্রহণ হবে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ নভেম্বর, ২০২৪-এ।

ভিডিওতে অমিত শাহকে হিন্দিতে বলতে শোনা যায়, "বাবুলাল সামনে আসো ভাই, বাবুলাল সামনে আসো, দীনেশানন্দ সামনে আসো। চম্পই সামনে আসো, চম্পই এই, সামনে আসো।"

একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "আদিবাসী নেতা বলে এইভাবে অপমান করবেন অমিত শাহ টাকলা।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাতে একই শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "এতো অপমান, কারণ যাদের ডাকছেন  তারা কেবল আদিবাসী বলে, আদিবাসীদের উপর এতো কিসের রাগ আপনার অমিত শাহ?" (হিন্দি থেকে অনূদিত)

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে মূল ভিডিওতে চম্পই নামের সঙ্গে অমিত শহর বলা 'জী' শব্দটি ভুয়ো দাবিটি করতে ভাইরাল ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছে। মূল ভিডিওতে অমিত শাহ "চম্পই জী" বলে সম্বোধন করে তাকে এবং অন্য নেতাদের মঞ্চে এগিয়ে আসার আহ্বান জানান।।

অমিত শাহ  'চম্পই জী" বলে সম্বোধন করেন

ভাইরাল দাবিটি যাচাই করতে আমরা প্রথমে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ২০২৪ সালের ৩ নভেম্বর অমিত শাহের ঝাড়খণ্ডের ঘাটশিলার জনসভার ভিডিও বিজেপির ইউটিউব চ্যানেলে আপলোড করা দেখতে পাই।

Full View

আমরা দেখি ৬:১১ মিনিটে, অমিত শাহ মঞ্চে উপস্থিত বিজেপি নেতাদের কথা বলেন। তাকে বলতে শোনা যায়, "মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রদেশ সভাপতি রবীন্দ্র কুমার রাই জী, বিদ্যুৎ বরন মাহাতো জী আদিত্য সাহু জী, চণ্ডীচরণ সাহু জী ও আমাদের তিনজন প্রার্থী এখানে উপস্থিত রয়েছেন। প্রথমে বাহারাগোড়া থেকে ডঃ দিনেশানন্দ গোস্বামী জী, সামনে আসুন দিনেশানন্দ জী, ঘাটশিলার তরুণ প্রার্থী বাবুলাল জী, বাবুলাল সামনে আসো, এবং আদিবাসীদের রুটি, কন্যা এবং জমির লড়াই শুরু করা সেরাইকেলার প্রবীণ আদিবাসী নেতা, আমাদের চম্পই সোরেন জী, সামনে আসুন এবং চম্পই জীর জন্য হাততালি দিন।"

ভিডিওটি সম্পাদনা করে 'জী' সম্বোধনটি বাদ দেওয়া হয়েছে

এছাড়াও, ঘাটশিলায় অমিত শাহের ভাষণের একটি ক্লিপ আমরা এএনআইয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাই। ৩ নভেম্বর, ২০২৪-এ আপলোড করা ক্লিপের ক্যাপশনে লেখা হয়, "যখন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বাবুলাল, চম্পই সোরেনকে অনুপ্রাণিত করছিলেন।"

এই ক্লিপেও অমিত শাহকে তিন প্রার্থীকে ডেকে বলতে শোনা যায়, "বাবুলাল জী সামনে আসুন, বাবুলাল সামনে আসুন, দিনশানন্দ সামনে আসুন।" এরপর, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "চম্পই জী সামনে আসুন, চম্পাই জী, ওহ... সামনে আসুন।"

এর থেকে স্পষ্ট হয় মূল ভিডিও থেকে সম্পাদনা করে চম্পই সোরেনের নামের সঙ্গে থাকা "জী" শব্দটি বাদ দেওয়া হয়েছে।

চম্পই সোরেন চলতি বছরের অগাস্টে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পর চম্পই সোরেনকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়।

Tags:

Related Stories