সোশাল মিডিয়ায় পোস্ট করা এক লাইভ ভিডিওতে দাবি করা হয়েছে টলিউড (Tollywood) অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) হাসপাতালে চিকিৎসাধীন কর্নাটকের মুসকান খানকে (Msukan Khan) দেখতে গেছেন।
মুসকান খান কর্নাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজের ছাত্রী। হিজাব পরে কলেজের ভেতরে ঢোকার সময় হিজাব বিরোধীদের স্লোগানের পাল্টা জবাব দিয়ে খবরের শিরোনামে আসেন মুসকান।
ফেসবুক লাইভ হিসাবে ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওটির প্রথম ১৩ সেকেন্ডে শোনা যায়, "সন্মানিত দর্শক। এইমাত্র পাওয়া খবর। গভীর অসুস্থ মুসকান। হসপিটালে ভর্তি। খবরটি পওয়ার পর মুসকানকে হসপিটালে দেখতে কোয়েল মল্লিক। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।"
ফেসবুক লাইভটিতে ক্যাপশন লেখা হয়েছে, "গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুসকান খান। যে কারল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুসকান খান। যে কারনে ডাক্তাররা খুবই চিন্তিত। দেখতে গেলেন কোয়েল.."! এই প্রতিবেদনটি তুলে ধরেছেন..!©News Squad"
ভিডিওটি দেখুন এখানে।
আরও পড়ুন: না, ছবিগুলি কর্নাটকে হিজাব বিতর্ক নিয়ে প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত নয়
তথ্য যাচাই
মুসকান খান অসুস্থ হয়ে হাসপাতালে ভার্তি এব্যাপারে গণমাধ্যমে কোনও সংবাদ প্রকাশিত হয়নি।
টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক মুসকান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই ব্যাপারেও কোনও প্রতিবেদন প্রকাশিত হয়নি।
অভিনেত্রী কোয়েল তাঁর নিজস্ব সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত কোনও পোস্ট বা টুইটও করেননি।
অভিনেত্রীর জনপ্রিয়তা ব্যবহার করে ভিডিওটিতে দর্শক টানার চেষ্টা করা হয় ও শেষ মেষ ভুয়ো খবর ছড়ায়।
আরও পড়ুন: না, মুসকান খানকে কোটি টাকা সাহায্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়