তেলঙ্গানা রাজ্যে (Telangana) ভারতীয় জনতা পার্টি (BJP) ও তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) কর্মীদের মধ্যে সংঘর্ষের পুরনো ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে তেলঙ্গানায় বিজেপি কর্মীদের মারধর করে তাড়িয়ে দিচ্ছে সাধারণ জনগণ।
বুম যাচাই করে দেখে ভিডিওটি ৯ ফেব্রুয়ারি ২০২২ তেলঙ্গানায় বিজেপি এবং টিআরএস কর্মীদের মধ্যে হওয়া রাজনৈতিক কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা।
ফেসবুকে ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় গোলাপি উত্তরীয় পরা একদল ব্যক্তি বিজেপির গেরুয়া উত্তরীয় পরা ব্যক্তিদের তাড়া করে মাঝ রাস্তায় মারধর করছে।
ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, "তেলেঙ্গানা তে বিজেপি দলকে জনগন শ্রীলঙ্কা দাওয়াই শুরু করে দিয়েছে। আস্তে আস্তে জনগন সব রাজ্যে শ্রীলঙ্কা মতো বিজেপি দলকে দাওয়াই দেওয়া শুরু করবে" (ক্যাপশনের বানান অপরিবর্তিত)
পোস্টটি দেখুন এখানে।
এই একই দাবি সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ২১ জুলাই মঞ্চে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ভুয়ো দাবিতে ছড়াল পুরনো ছবি
তথ্য যাচাই
বুম ইউটিউবে "তেলঙ্গানায় বিজেপি কর্মীদের মারধর" কিওয়ার্ড সার্চ করে টিভি৯ তেলুগুতে ৯ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশিত বুলেটিনে একই দৃশ্য দেখতে পায়। ওই বুলেটিনের শিরোনাম, বিজেপি ও টিআরএস কর্মীদের সংঘর্ষ। উত্তেজনা জানগাঁওতে।
(মূল তেলগুতে শিরোনাম: జనగాంలో కొట్టుకున్నటీఆర్ఎస్-బీజేపీ)
দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ৯ ফেব্রুয়ারি ২০২২, তেলঙ্গানার জানগাঁওতে রাজ্যসভায় অন্ধ্রপ্রদেশ বিভাজন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) কর্মীরা প্রতিবাদে নামে। টিআরএস কর্মীরা প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ করে। বিজেপি কর্মীরা ঘটনার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
নিচে ভাইরাল ভিডিও ও টিভি ৯ তেলগুর বুলেটিনে সম্প্রচারিত ভিডিওর দৃশ্যের তুলনা করা হল।
এনটিভি তেলুগুও এই ঘটনাটি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই ভিডিওটি উত্তরপ্রদেশের বলে ভাইরাল হলে বুম ইংরেজি সেটির তথ্য যাচাই করেছিল।
আরও পড়ুন: সৌগত রায়ের সঙ্গে রবিনা ট্যান্ডনের নাচ ছড়াল অর্পিতা মুখোপাধ্যায় বলে