Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিজেপি সাংসদ দেবজি পটেল বলে ছড়াল পাকিস্তানি ডাক্তার ও মহিলার নাচের ভিডিও

বুম দেখে ভিডিওটি পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের একজন চক্ষু বিশেষজ্ঞ ও একজন মহিলার নাচের দৃশ্য। ২০২০ সালে ভিডিওটি ভাইরাল হয়।

By - Towhidur Rahman | 5 Sept 2022 5:53 PM IST

সোশাল মিডিয়ায় পাকিস্তানের চক্ষু বিশেষজ্ঞের এক মহিলার সঙ্গে উদ্দাম নাচের ভিডিও ভুয়ো দাবি সহ রাজস্থানের (Rajasthan) জালোরের (Jalore) বিজেপি (BJP) সাংসদ দেবজী পটেলের (Devji Patel) নামে ভুয়ো দাবি (False Claim) সহ ছড়াচ্ছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে একটি ঘরের মধ্যে এক মধ্য বয়স্ক ব্যক্তিকে খালি গায়ে ও একজন মহিলার সঙ্গে চটুলভাবে নাচতে দেখা যায়।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "বিজেপির M.P দেবজী ভাইএর উন্নয়ন দেখুন "

তথ্য যাচাই

বুম ভিডিওটির মূল ফ্রেম রিভার্স সার্চ করে ফেসবুকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির একটি ফেসবুক পোস্ট খুঁজে পায়। উর্দু ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায়, "দক্ষিণ পাঞ্জাবের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাফর ইকবাল নিজে ইঞ্জেকশন দিয়ে জাহাজে পরিণত হন এবং মহিলা নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালের কক্ষে হুর ও পরে নাচের পার্টিতে পরিণত হন। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইয়াসমিন রশিদা কোথায়? এটাই কি নতুন পাকিস্তান?"

ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

এই সূত্র ধরে আমরা উর্দু ক্যাপশন সহ  "ডাক্তার জাফর ইকবাল পাকিস্তানি চক্ষু সার্জন" লিখে
(Dr. Zafar Iqbal Pakistani Eye Surgeon)
ইউটিউবে কিওয়ার্ড সার্চ করলে এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও খুঁজে পায়।
উর্দু কিওয়ার্ড সহ গুগল সার্চ করলে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি প্রকাশিত ডেইলি পাকিস্তানের একটি প্রতিবেদন দেখতে পাই। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবি ও ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তিরা একই। পুরুষ ব্যক্তির চোখে চমশা রয়েছে এবং মহিলা এলো চুলে ছিলেন।
প্রতিবেদনে স্থানীয় একটি বেসরকারি টেলিভিশনের সূত্র উদ্ধৃত করে লেখা হয়, "দক্ষিণ পাঞ্জাবের খানেওয়াল জেলার কবিরওয়ালা তহসিলের সুপরিচিত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাফর ইকবালের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মহিলার সঙ্গে নাচতে ব্যস্ত ডাক্তার।"
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভিডিও প্রসঙ্গে ডাঃ জাফর ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ভিডিওটি ভুয়ো এবং এই ভিডিওগুলির সাথে তাঁর কোন সম্পর্ক নেই।"
আমরা টুইটারে কিওয়ার্ড সার্চ করে ২৭ জুন ২০২২ রাজস্থানের জালোর পুলিশের একটি টুইট খুঁজে পায়। পুলিশ প্রেস বিজ্ঞপ্ততে থাকা একটি স্ক্রিনশট বলা হয়েছে দেবজি পটেলের নামে ভাইরাল হওয়া ভিডিওটি দু'বছরের পুরনো।
জালোর পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে যে মহিলার সঙ্গে নাচা ব্যক্তি দেবজি পটেল নন। পুরানো ভিডিও ছড়ানোয় প্রধান অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাইরাল ভিডিও সম্পর্কে সাংসদ দেবজি পাটেল ইটিভি ভারত রাজস্থানকে সে সময় জানায়, "এটি আমার সম্মানহানির জন্য ছড়ানো হয়েছে, তার পিছনে বড় দুজনের হাত রয়েছে।"
পড়ুন এই সংক্রান্ত ভাস্কর ইটিভি ভারত রাজস্থানের প্রতিবেদন।

Tags:

Related Stories