Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সংসদে জাতীয় সঙ্গীতের সময় রাহুল গান্ধী অনুপস্থিত? না, ভাইরাল দাবিটি অসত্য

বুম দেখে সংসদ ভবনে জাতীয় সঙ্গীত চলাকালীন রাহুল গান্ধী সারাক্ষণ সেখানেই ছিলেন।

By - Hazel Gandhi | 2 July 2024 10:58 AM GMT

লোকসভার (Lok Sabha) একটি অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত (Indian National Anthem) চলাকালীন তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবির সঙ্গে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি হচ্ছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) জাতীয় সঙ্গীতের সময় অনুপস্থিত ছিলেন এবং সেটি শেষ হওয়ার পরেই অধিবেশনে যোগ দেন।

বুম দেখে দাবিটি ভুয়ো, ভিডিওতে জাতীয় সঙ্গীতের শুরু থেকেই রাহুল গান্ধী উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ২৪ জুন নয়াদিল্লির নতুন সংসদ ভবনে ১৮তম লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দুই দিন ধরে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের পর, ওম বিড়লা পুনরায় স্পিকার পদে নির্বাচিত হন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২৬ জুন বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

লোকসভার প্রথম অধিবেশনের দিন জাতীয় সঙ্গীত চলাকালীন তোলা একটি ভিডিও অনলাইনে শেয়ার করে দাবি করা হচ্ছে রাহুল গান্ধী ভারতের জাতীয় সঙ্গীতের সময় অনুপস্থিত ছিলেন এবং সেটি শেষ হওয়ার পরেই সংসদে আসেন।

ভিডিওটি পোস্ট করে বিজেপি নেতা বিষ্ণু রেড্ডি এক্সে ক্যাপশনে লিখেছেন, "তাহলে, শেহজাদা @RahulGandhi মনে করেন তিনি আমাদের দেশের জাতীয় সঙ্গীতের চেয়েও বড়। তিনি দেরি করে আসেন এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদে প্রবেশ করেন।"


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখুন এখানে ।

ভিডিওটি ফেসবুকেও শেয়ার করে একজন ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "বরাবরের মতো ভাঁড় রাহুল গান্ধী দেরি করেন এবং জাতীয় সঙ্গীতের সময় উপস্থিত ছিলেন না। "জন গণ মন" শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদে প্রবেশ করেন!"


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম দেখে দাবিটি ভুয়ো, জাতীয় সঙ্গীত চলাকালীন রাহুল গান্ধী লোকসভা কক্ষের ভেতরেই উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত চলার সময় তিনি তার সারির উপরের বাম দিকে দাঁড়িয়েছিলেন এবং তা শেষ হওয়ার পর নিজের আসন গ্রহণ করেন।

আমরা ইউটিউবে সংসদ অধিবেশনের সরকারী সম্প্রচারক সংসদ টিভির চ্যানেলে দেখি ভাইরাল ক্লিপটি যে ভিডিও থেকে নেওয়া সেটি লোকসভা অধিবেশনের প্রথম দিন, ২০২৪ সালের ২৪ জুন, ১৮তম আপলোড করা হয়।

Full View

আমরা ৩:২০ মিনিটে লক্ষ্য করি, রাহুল গান্ধীর মতো একজন ব্যক্তিকে ভিডিওর বাম কোণে দাঁড়িয়ে থাকতে। তবে, তাঁর মুখটি সংসদ টিভির লোগো দিয়ে ঢাকা ছিল।


আমরা ভিডিওতে ওই ব্যক্তির অবস্থানের সঙ্গে সংসদ ভবনের লোকসভা কক্ষের ভিতরের ছবির তুলনা করে বুঝতে পারি যে তিনি লোকসভা কক্ষের একেবারে শেষ কোণে দাঁড়িয়েছিলেন।


রাহুল গান্ধীকেও লোকসভা কক্ষে একই কোণ থেকে উপস্থিত থাকতে দেখা যায়। এর ফলে, আমরা নিশ্চিত হতে সক্ষম হই জাতীয় সঙ্গীত চলাকালীন তিনিই উপরের বাম দিকে দাঁড়িয়ে ছিলেন।


ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি এক্সে ভাইরাল দাবিটি নস্যাৎ করে পোস্টে ইংরেজিতে ক্যাপশন হিসাবে লিখেছেন, "মিথ্যা ছড়ানো বন্ধ করুন! জাতীয় সঙ্গীত চলাকালীন সারাক্ষণ রাহুল জী উপস্থিত ছিলেন। এই ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে এবং শেষে তাকে উপরের বাম কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।"

আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

Related Stories