Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিজেপি সাংসদ রবি কিসান কি বলেছেন দলিতদের ঘামে দুর্গন্ধ? একটি তথ্যযাচাই

বুম দেখে বিজেপি সাংসদ রবি কিসানের বক্তব্যকে প্রসঙ্গ বহির্ভূত ভাবে শেয়ার করা হচ্ছে।

By - Sumit Usha | 21 Jan 2022 6:27 PM IST

একটি গাড়ির ভিতর বসে বিজেপি নেতা রবি কিসানের (Ravi Kishan) অনুগামীদের সঙ্গে একটি কথোপকথনের ভিডিও (Viral Video) দেখিয়ে মিথ্যে ক্যাপশন দেওয়া হচ্ছে যে, ওই নেতা দলিতদের গায়ের ঘামের বোটকা গন্ধ (foul smell) নিয়ে উক্তি করেছেন।

বুম দেখে কিসানের বক্তব্যটি প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে প্রচার করা হচ্ছে।

ওই বিজেপি নেতা ১৪ জানুয়ারি গোরক্ষপুরে দলিত পরিবারের সঙ্গে বসে খাবার খাওয়ার একটি ছবি টুইট করেছিলেন। এই পরিপ্রেক্ষিতেই ওই ভাইরাল ভিডিওটি ছড়ানো হচ্ছে।

রবি কিসানের ওই টুইটের হিন্দি ক্যাপশনের অনুবাদ করলে দাঁড়ায়, "আজ আমি গোরক্ষপুরে এক দলিত ভাইয়ের পরিবারের সঙ্গে বসে ভোজন সারলাম।"

(মূল হিন্দিতে: आज #गोरखपुर में दलित भाई के परिवार में सह भोज किया।)

ভাইরাল হওয়া ২৯ সেকেন্ডের ভিডিওটি গাড়ির পিছনের আসন থেকে রেকর্ড করা হয়েছে—তাতে দেখা যাচ্ছে, রবি কিসান তাঁর অনুগামীদের সঙ্গে কথা বলছেন। কিসানকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে—"তোমরা এত গদাগাদি করে গাড়ির ভিতর লোক ঠেসেছো...তোমদের ঘামের এত গন্ধ ছাড়ছে যে কী আর বলবো!"

তখন পিছন থেকে একজনকে ভোজপুরি ভাষায় বলতে শোনা যায়—"আপনাকে কী আর বলবো রবি ভাই... কানহাইয়া ভাইয়ের জন্য দিন-রাত আমরা এত ছোটাছুটি করছি..."

এর জবাবে ভোজপুরিতেই সাংসদ বলে ওঠেন—"তার মানে তোমরা আমাকে এই গন্ধ শুঁকিয়েই ছাড়বে?" এর পরেই তিনি যে ব্যক্তি ভিডিও রেকর্ড করছিল, তাকে ছবি তুলতে বারণ করেন।

ভাইরাল ভিডিওটি ফেসবুকে শেয়ার হয়েছে যে হিন্দি ক্যাপশন সহ, তার অনুবাদ করলে দাঁড়ায়, "সাংসদ রবি কিসান একরকম বাধ্য হয়েই দলিতের বাড়িতে ভোজন সেরেছিলেন। দলিতের ঘামের গন্ধ তাঁর বিশ্রী লাগে।"

পোস্টটি দেখুন এখানে

পোস্টটি দেখুন এখানে

এই ভিডিওটি একই ক্যাপশন সহ টুইটারেও শেয়ার হয়েছে।

ভিডিওটির আর্কাইভ করা আছে এখানে

আরও পড়ুন: ইউপিএ জামানায় প্রতিবাদের ছবি বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বলে ছড়াল কংগ্রেস

তথ্য যাচাই

রবি কিসান গত ১৪ জানুয়ারি গোরক্ষপুরে এক দলিত পরিবারের বাড়িতে খাওয়া-দাওয়া সেরেছেন, এরকম একটি সংবাদ-রিপোর্ট বুম দেখেছে। সেই রিপোর্টে লেখা হয়, সাংসদকে ওই ভোজনপর্বের ছবি শেয়ার করার জন্য সোশাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে।

এর পর বুম ভাইরাল ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং দেখে যে, য়ারা তাঁর সঙ্গেই গাদাগাদি করে একই গাড়িতে সওয়ার হয়েছিল, তিনি তাদের ঘামের দুর্গন্ধের কথা বলছেন। হিন্দি ও ভোজপুরি ভাষায় তাঁদের কথোপকথনের বয়ান নীচে দেওয়া হলো।

রবি কিসান: তোমরা এত লোককে এই গাড়ির ভেতর ঠেসেছো...

অনুগামী: অন্যরা পরে এসে ঢুকেছে...আমরা দুজন তো আগে থেকেই বসেছিলাম...

রবি কিসান: তোমাদের ঘামের এত গন্ধ ছাড়ছে...আমি কী আর বলব!

অনুগামী: (ভোজপুরি ভাষায়) আপনাকে আমরাই বা কী বলি বলুন তো রবি ভাইয়া?...আমরা দিন-রাত কানহাইয়া ভাইয়ের জন্য এত ছোটাছুটি করছি...!

রবি কিসান: (ভোজপুরিতে) তাই বলে আমাকে এই ঘামের গন্ধ শুঁকে যেতে হবে? অ্যাই...ভিডিও রেকর্ডিং বন্ধ করো।

সাংসদের নিষেধের পরেই রেকর্ডিং শেষ হয়ে যায়।

কোথায়, কখন ভিডিওটি রেকর্ড করা হয়েছিল, বুম অবশ্য সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।

আরও পড়ুন: ২০০৮ সালের জাপানি মডেলের ছবি ছড়াল ভারতে নির্যাতিতা মুসলিম তরুণী বলে

Tags:

Related Stories