বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেস (TMC Leader) নেতা ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) সম্পর্কে উত্তরবঙ্গ সংবাদের (Uttarbanga Sangbad) প্রতিবেদনের একটি সম্পাদিত স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়নো হচ্ছে। ওই ভুয়ো স্ক্রিনশটে দাবি করা হয়েছে, ইডির জেরায় প্রস্রাব করেছেন অনুব্রত।
বুম যাচাই করে দেখে ৮ মার্চ ২০২৩, প্রকাশিত উত্তরবঙ্গ সংবাদের মূল শিরোনাম, “নিজেকে নির্দোষ প্রমানের চেষ্টা! ইডির ধমক খেতেই জেরায় কেঁদে ফেললেন কেষ্ট।”
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বিশেষ আদালতের বিচারপতি অনুব্রত মণ্ডলকে ১১ দিন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) (ED) হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন শুক্রবার। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতের বিরুদ্ধে গুরুপাচার সংক্রান্ত মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি। গত সপ্তাহে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যায় সংস্থাটি।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে দেখা যায়, উত্তরবঙ্গ সংবাদের মূল শিরোনাম, “নিজেকে নির্দোষ প্রমানের চেষ্টা! ইডির ধমক খেতেই জেরায় কেঁদে প্রস্রাব করে ফেললেন কেষ্ঠ।” (ভাষা সম্পাদিত)
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম স্ক্রিনশটটির হরফের ধরণ দেখে সন্দেহ প্রকাশ করে। উত্তরবঙ্গ সংবাদের ওয়েবসাইটের মূল হরফের ধরণ আলাদা। তাছাড়া, মূল ধারার গণমাধ্যমে প্রস্রাবের এই চলতি প্রতিশব্দের ব্যবহার হয়না বললেই চলে।
বুম কিওয়ার্ড সার্চ করে উত্তরবঙ্গ সংবাদে ৮ মার্চ ২০২৩ প্রকাশিত আসল প্রতিবেদনটি খুঁজে পায়। ওই প্রতিবেদনের শিরোনামটি বদল করা হয়েছে।
উত্তরবঙ্গ সংবাদের মূল প্রতিবদেনটির শিরোনাম হল—“নিজেকে নির্দোষ প্রমানের চেষ্টা! ইডির ধমক খেতেই জেরায় কেঁদে ফেললেন কেষ্ট।”
ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ মার্চ) সকাল থেকে দিল্লিতে ইডির সদর দপ্তরে দফায় দফায় অনুব্রত মণ্ডলকে জেরা করেন ইডির আধিকারিকরা। জেরার শুরুতেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। লাগাতার প্রশ্নে কেঁদে ফেলেন অনুব্রত প্রতিবেদন প্রকাশ করে উত্তরবঙ্গ সংবাদ।
নিচে ভুয়ো সম্পাদিত শিরোনামের স্ক্রিনশটের ছবি ও আসল প্রতিবেদনের তুলনা দেওয়া হল।
বুম অনুব্রত মণ্ডল সম্পর্কে একাধিক ভুয়ো খবর তথ্য-যাচাই করেছে। বুম প্রথম সংবাদ প্রকাশ করে, হুগলির শেওড়াফুলির বাসিন্দা মাছ বিক্রেতা সুকুমার হালদারের ছবি অনুব্রত মণ্ডল বলে ভুয়ো দাবিতে ছড়াচ্ছে। পড়ুন এখানে।