Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ইউক্রেন সংকট: ২০১৯ সালে দম্পতির পতাকা জড়ানো আলিঙ্গনের ছবি ছড়াল

বুম দেখে ছবিটি জুলিয়ানা কাজনেতসোভার যিনি তাঁর প্রেমিককে ওয়ার্সওতে বেলারুশের গায়ক ম্যাক্স খোর্জের কনসার্টে জড়িয়ে ধরেন।

By - Sk Badiruddin | 4 March 2022 12:31 PM GMT

পোল্যান্ডের ওয়ার্সওতে (Warsaw) ২০১৯ সালে গানের কনসার্টে এক রুশ (Russian) মহিলার তাঁর ইউক্রেনীয় (Ukrainian) প্রেমিককে স্বদেশীয় পতাকা (Flag draping) জড়িয়ে পারস্পরিক সৌভ্রাতৃত্ববোধ জানানোর ছবি দুই দেশের সীমান্তে সাম্প্রতিক তোলা ছবি বলে বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

শুক্রবার সকালে ইউক্রেনস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমানবিক কেন্দ্রে ( Zaporizhzhia plant) রকেট হামলা করে রাশিয়া। ইউক্রেন অভিযোগ করে আগুন নেভাতে ওই কেন্দ্রের কাছে ঘেঁষতে দিচ্ছে না রুশ সেনারা। আপাতত বিকিরণ নিয়ন্ত্রণে জানাচ্ছে সংবাদ সংস্থা। এ সপ্তাহের শুরুতে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলানস্কির এক পরামর্শদাতা এক প্রস্থ আলোচনায় বসতে পারে রাশিয়ার সঙ্গে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, রুশ পাতাকা গায়ে জড়িয়ে এক মহিলা ইউক্রেনের পাতাকা জড়ানো আরেক পুরুষকে আলিঙ্গন করছেন।

ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "যুদ্ধ নয়, পৃথিবীর বুকে ভালোবাসা নেমে আসুক। ছবিটা রাশিয়া ইউক্রেন বর্ডারের। ছেলেটির গায়ে ইউক্রেনের আর মেয়েটির গায়ে রাশিয়ার জাতীয় পতাকা।"


ফেসবুক পোস্টটি দেখুন এখানে

আরও পড়ুন: রাশিয়া কি ইউক্রেনে আটক ভারতীয়দের গাড়িতে তেরঙা লাগাতে নির্দেশ দিয়েছে?

তথ্য যাচাই

বুম রুশ সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্সের সাহায্যে ছবিটিকে রিভার্স সার্চ করলে ৪ ডিসেম্বর ২০১৯ প্রকাশিত ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়।

ওই প্রতিবেদন অনুযায়ী রুশ নাগরিক জুলিয়ানা কাজনেতসোভা (Juliana Kuznetsova) তাঁর ইউক্রেনীয় নাগরিক প্রেমিককে পোল্যান্ডের ওয়ার্সওতে (Warsaw) বেলারুসের র‍্যাপার গায়ক ম্যাক্স খোর্জের (Max Korzh) কনসার্টে আলিঙ্গন করেন।


রুশপন্থী ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ঘিরে রাশিয়া ও ইউক্রেনের বিবাদ অর্ধ-দশকের বেশি পুরনো। দুই দেশের সেই ক্ষতে প্রলেপ দিতে সৌভ্রাতৃত্ব জানিয়ে কাজনেতসোভা ওই সৌজন্যমূলক ঘটনাটি ঘটান।

ওয়াশিংটন পোস্ট জানায় কাজনেতসোভা ছবিটি তাঁর নিজের ইনস্টাগ্রামে ম্যাক্স খোর্জকে ট্যাগ করে পোস্ট করলে ছবির পক্ষে ও বিপক্ষে প্রতিক্রিয়া দিতে শুরু করেন নেটনাগরিকরা। সে সময় ছবিটি ভাইরাল হয়ে যায়।

২০১৯ সালের ২৯ নভেম্বর ছবিটি ম্যাক্স খোর্জের একটি ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকেও পোস্ট করা হয়।

Related Stories