Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জয়পুরের ঘটনা বলে মিথ্যে দাবিতে ছড়াল জম্মু-কাশ্মীরের পাথর ছোঁড়ার ভিডিও

বুম যাচাই করে দেখে যে ভিডিওটি অন্তত চার বছরের পুরনো এবং ঘটনাটি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের লাল চকে ঘটে।

By - Sk Badiruddin | 8 Oct 2021 6:05 AM GMT

জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগের লাল চকে (Lal Chowk) পুলিশের দিকে জনতার পাথর ছোঁড়া (stone pelting) এবং আক্রমণ করার দু'টি পুরানো ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভিডিওদু'টিতে মিথ্যে দাবি করা হয়েছে যে, এগুলি রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) ঘটনা।

ভিডিওতে জনতার দৌড়ে যাওয়ার এবং পাথর ছোঁড়ার অস্বস্তিকর দৃশ্য দেখা যাচ্ছে। সেই সঙ্গে জনতার মুখে আল্লা হো আকবর ধ্বনি শোনা যায়।

ভিডিওগুলির সঙ্গে হিন্দিতে লেখা হয়েছে, "রাজস্থান কখন কাশ্মীর হয়ে গেল বুঝতে পারলাম না। জয়পুরে গতকাল এই ঘটনা ঘটে। আপনি নিজে কখন আক্রান্ত হবেন নিজেই সেই সিদ্ধান্ত নিন।"

ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে

(হিন্দিতে মূল ক্যাপশন: राजस्थान कश्मीर कब बना मालूम ही नही चला। कल जयपुर में हुआ है, आप इसके चपेट में कब आने वाले है, खुद ही तय कर लो।)

ফেসবুক পোস্ট দেখা যাবে এখানে  ও এখানে

Full View

আরও পড়ুন: ছবিটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাদার নয়

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে যে, ভিডিও দু'টি একই ঘটনার। দু'টি ভিডিওতেই বিভিন্ন সময় একই বাড়ি দেখতে পাওয়া যায়।

এই সূত্র ধরেই আমরা পাশাপাশি দু'টি দোকান দেখতে পাই। দোকান দু'টির একটির হোর্ডিংয়ে উপর 'ওয়েস্টার্ন হোসিয়ারি' আর অন্যটির উপর 'সাথু ফার্নিচার' লেখা ছিল। দোকানগুলি দেখে মনে হয় যে, দু'টি দোকান একই বাড়িতে পাশাপাশি রয়েছে।

আমরা গুগল ম্যাপে 'ওয়েস্টার্ন হোসিয়ারি' নাম দিয়ে খোঁজ করি, এবং দেখতে পাই যে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের লাল চকে একই নামের একটি দোকান রয়েছে। ছবিতে 'ওয়েস্টার্ন হোসিয়ারি'র পাশেই 'সাথু ফার্নিচার' নামে দোকানটি দেখা যাচ্ছে।

২০১৭ সালের ১৪ সেপ্টেম্বরের একটি ফেসবুক পোস্টে 'ওয়েস্টার্ন হোসিয়ারি'র ও 'সাথু ফার্নিচার' দোকান দু'টি নীচের ছবিটি দেখতে পাওয়া যায়।

Full View

বুম ওয়েস্টার্ন হোসিয়ারির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের জানান যে, ২০১৬ সালে পাথর ছোঁড়ার ঘটনাটি ওখানেই ঘটে। তিনি বলেন, "আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, ঘটনাটি ২০১৬ সালে ঘটে।" গোপনীয়তার কারণে তিনি এই বিষয়ে আর মন্তব্য করতে অস্বীকার করেন।

ভিডিওটির ১ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় ওয়েস্টার্ন হোসিয়ারির উল্টোদিকে এইচডিএফসি ব্যাঙ্কের একটি শাখা দেখতে পাওয়া যায়। গুগুল ম্যাপেও তাই দেখতে পাওয়া যায়।

জম্মু কাশ্মীরের পুরনো ভিডিও জয়পুরের বলে দাবি করে ভাইরাল হল

এ ছাড়া আমরা ফেসবুকে কিওয়ার্ড সার্চ করি, এবং দেখতে পাই যে, এই একই ভিডিও একই বক্তব্যের সঙ্গে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর এক ইউজার আপলোড করেন। এ থেকেই বোঝা যায় যে, ভিডিওটি পুরানো এবং তাতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের দৃশ্য দেখা যাচ্ছে।

Full View

অতিরিক্ত রিপোর্টিং সুজিত এ।

আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোজনার সুবিধাভোগী মহিলার কথা

Related Stories