Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সাথে দেখা করেননি মনমোহন সিংহ— দাবিটি ভুয়ো

বুম দেখে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরে সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করে।

By - Srijit Das | 1 July 2024 1:24 PM GMT

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এবং তার ২০০৭ টি-২০ ক্রিকেট (T-20 Cricket) বিশ্বকাপ সতীর্থদের সাথে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) একটি ছবি ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ছবিটি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের (Dr. Manmohan Singh) পরিবর্তে বিজয়ী দলের সাথে ফটোশুট করেন।

বুম দেখে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপ জেতার পর দেশে ফিরে ভারতীয় ক্রিকেট দল একই দিনে গান্ধী এবং সিংহ উভয়ের সঙ্গেই দেখা করে ছবি তুলেছিল।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনার জবাবে বেশ কয়েকটি ডানপন্থী অ্যাকাউন্ট ভাইরাল দাবিটি শেয়ার করে। কোনও সরকারি পদে অধিষ্ঠিত না থাকা সত্ত্বেও, ২০০৭ সালের বিজয়ী দলের সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ নিয়েও তারা প্রশ্ন তোলেন।

এক্সে একটি যাচাই করা হ্যান্ডেল ছবিটি পোস্ট করে ক্যাপশনে হিন্দিতে লেখে, "ভারতীয় ক্রিকেট দল ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছিল। মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক ছিলেন এবং রাজীব শুক্লা বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরিবর্তে, ফটোশুটটি সুপার প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীর সাথে করা হয়েছিল। তখন কোনও সাংবাদিক প্রশ্ন তোলেননি সোনিয়া গান্ধী কে যে তিনি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ফটোশুট করছেন। ভাবুন, ভারতে কংগ্রেস কতটা একনায়কতন্ত্র দেখিয়েছে এবং প্রধানমন্ত্রী পদের মর্যাদাকে কতটা অপমান করেছে।"


পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভের জন্য এখানে ক্লিক করুন।

তথ্য যাচাই

বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক স্টক ছবির ওয়েবসাইট গেটি ইমেজেসে ছবিটি খুঁজে পায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায় ২০০৭ সালের ৩০ অক্টোবর তা নয়াদিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে তোলা হয়েছিল।

ছবির বর্ণনায় লেখা হয়, "সোনিয়া গান্ধী, সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সভাপতি এবং ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) চেয়ারপার্সন, এবং ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তার ২০-২০ ক্রিকেট বিশ্বকাপ সতীর্থদের সাথে নয়াদিল্লিতে গান্ধীর বাসভবনে বৈঠকের সময়, ৩০ অক্টোবর ২০০৭। ২০-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী।"

ইন্ডিয়া টুডে গ্রূপের তরফে ছবিটি শিপ্রা দাস তোলেন বলে ছবিটির কৃতিত্ব অংশে উল্লেখ করা হয়।

 এরপরে, আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ২০০৭ সালে প্রকাশিত সংবাদ প্রতিবেদন দেখি যা নিশ্চিত করে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ টি-২০ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের সাথে অভিনন্দন জানাতে দেখা করেছিলেন। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) ৩০ অক্টোবর, ২০০৭-এর একটি প্রতিবেদন থেকে জানা জানা যায়, সিংহ ও তার স্ত্রী গুরশরণ কৌর এক সঙ্গে বিজয়ী দলকে সংবর্ধনা দেন এবং নয়াদিল্লিতে তাদের বাসভবনে ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন।

২০০৭ সালের ৩০ অক্টোবর তোলা ছবিগুলি প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের আর্কাইভে পাওয়া যাবে। ভারতীয় ক্রিকেট দল তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের সঙ্গেও দেখা করে।


ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সিংহের এমনই একটি ছবি নীচে দেখা যাবে।



Related Stories