দুজন মহিলার সাথে বসে বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra) মদ্যপান করছেন দাবিতে সম্প্রতি এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই ছবিতে রেখা পাত্রকে দুই মহিলার সাথে বসে গ্লাসে ঢেলে মদ্যপান করতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে ডিজিটাল উপায়ে অন্ততঃপক্ষে ৯ বছরের পুরনো এক ছবিকে সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে। আসল ছবিতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখতে পাওয়া যায় না।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রের নাম। তৃণমূলের বসিরহাট কেন্দ্রের প্রার্থী হাজি নুরুলের বিরুদ্ধে প্রচারের ময়দানে ইতিমধ্যেই নেমে পড়তে দেখা গিয়েছে রেখাকে। তবে রেখাকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা নিয়ে কিছুদিন আগে বিক্ষোভ প্রদর্শন করেন সন্দেশখালির মহিলাদের একাংশ। পরে অবশ্য মহিলাদের সেই বিক্ষোভ প্রসঙ্গে রেখা জানান ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণার পর প্রচার কেমন চলছে তা জানতে রেখাকে ফোন করে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন, "দেখুন ইনি হলো বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি পার্থী।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও আর্কাইভ দেখতে এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও আর্কাইভ দেখতে এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল এই ছবির সত্যতা জানতে তাকে রিভার্স সার্চ করে ২০১৫ সালের ২৮ অগাস্টের এক ফেসবুক পোস্টে আসল ছবিকে খুঁজে পায়।
ওই ছবিতে একজন মহিলাকে গ্লাস ও বোতল হাতে দুজন মহিলার সাথে বসে থাকতে দেখা গেলেও তাতে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের উপস্থিতি দেখতে পাওয়া যায়নি।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও আর্কাইভ দেখতে এখানে।
সমাজমাধ্যমে ভাইরাল সম্পাদিত ছবির সাথে ২০১৫ সালে পোস্ট করা ছবির তুলনা নিচে করা হল।
বুম বাংলার পক্ষে ছবিতে উপস্থিত মহিলাদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে উপরোক্ত তুলনা থেকে বোঝা যায় ভাইরাল ছবিতে উপস্থিত রেখা পাত্রের মুখমন্ডলের ছবিটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে যোগ করা হয়েছে।