Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মধ্যপ্রদেশে এক সাধু নিগ্রহের ভিডিও মিথ্যে সাম্প্রদায়িক দাবিতে ছড়াচ্ছে

বুম মধ্যপ্রদেশের স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারে এই ঘটনার সঙ্গে কোনও সাম্প্রদায়িক যোগ নেই।

By - Srijit Das | 3 Jun 2022 10:12 AM GMT

এক ব্যক্তি এক জন সাধুকে নিগ্রহ করছেন, এবং জোর করে তার চুল কেটে নিচ্ছেন, এমন একটি অস্বস্তিকর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওর ক্যাপশনে এই ঘটনাটিতে মিথ্যা সাম্প্রদায়িক রং (Communal Spin) চড়িয়ে দাবি করা হয়েছে যে, সাধুকে যিনি নিগ্রহ করছেন, সেই ব্যক্তি ধর্মে মুসলমান।

বুম স্থানীয় পুলিশের সঙ্গে কথা বললে তাঁরা নিশ্চিত করে জানান যে, এই ঘটনাটির কোনও সাম্প্রদায়িক দিক নেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এক জন গেরুয়া বস্ত্র পরিহিত সাধুর চুল কেটে নিচ্ছেন। তিনি সাধুকে শারীরিক ভাবে নিগ্রহ করছেন, এবং গালাগালিও করছেন বলে দেখা যায়।

পোস্টটির সঙ্গে হিন্দিতে যে ক্যাপশন দেওয়া হয়েছে, তার বঙ্গানুবাদ: "খান্ডওয়াতে এক মুসলমান যুবক জনসমক্ষে এক জন অঘোরী সাধুর চুল-দাড়ি কেটে নিল। এই পোস্টটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে ওই শূকরের বাচ্চাটিকে দ্রুত গ্রেফতার করা যায়। কঠোর হিন্দু আইন অনুসারে তার সাজা হওয়া দরকার।"

(হিন্দি: खंडवा में एक मुस्लिम युवक ने एक अघोरी साधु महाराज की जटाएऔर दाढ़ी सारे आम काटी इस सूअर की औलाद को जल्द से जल्द पकड़ा जाए सभी इस पोस्ट को ज्यादा से ज्यादा फॉरवर्ड करें इसे सख्त से सख्त हिंदू एक्ट में सजा होनी चाहिए)


পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন।


পোস্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

বুম তার হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরেও এই একই দাবিসহ ভিডিওটি পায়।


আরও পড়ুন: নির্ভয়ার আইনজীবী কি বিশ্বের ৬ জন সবচেয়ে প্রতিভাবান নারীর তালিকায় এলেন?

তথ্য যাচাই 

বুম প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ করে, এবং ২৫ মে তারিখে হিন্দুস্তান টাইম-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পায়, যাতে এই একই ভিডিও প্রকাশিত হয়েছিল।

সেই প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে যে, ঘটনাটি মধ্যপ্রদেশের খালওয়া ব্লকের পটজন গ্রামে ঘটেছিল গত ২২ মে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঘটনায় অভিযুক্তের নাম প্রবীণ গৌর, এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বাবা একটি হোটেল চালান বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

ভিডিওটি হিন্দুস্তান টাইমস-এর ইউটিউব চ্যানেলে ২৫ মে ২০২২ তারিখে আপলোড করা হয়।

Full View

২৮ মে তারিখে এনডিটিভি-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সাধু জীবনধারণের জন্য বাজার এলাকায় ভিক্ষা করতেন। ২২ মে তাঁর সঙ্গে অভিযুক্ত প্রবীণ গৌরের ঝগড়া লাগে। অভিযুক্ত গৌর প্রথমে জনসমক্ষে তাঁকে নিগ্রহ করেন, এবং পরে তাঁকে একটি সেলুনে ধরে নিয়ে যান এবং সেখানে জোর করে তাঁর চুল-দাড়ি কাটিয়ে দেন।

বুম এই দাবির সত্যতা যাচাই করার জন্য খালওয়া থানার সঙ্গেও যোগাযোগ করে।

খালওয়া থানার সাব-ইনস্পেক্টর বুমকে জানান, "যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর নাম প্রবীণ গৌর। তাঁর বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা হয়নি কারণ এখনও নিগৃহীতের সন্ধান পাওয়া যায়নি।"

আরও পড়ুন: না, এই ভিডিওটি অধ্যাপক রতন লালের গ্রেফতারির দৃশ্য নয়

Related Stories