Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

প্রাইমারি টেট-২২: লাহোরে পরীক্ষা কেন্দ্র পুরুলিয়ার আবেদনকারীর, ভুয়ো বলল পর্ষদ

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২ ডিসেম্বর ২০২২ বিজ্ঞপ্তি জারি করে জানাল ভাইরাল অ্যাডমিট কার্ডের ছবিটি ভুয়ো।

By - Sk Badiruddin | 3 Dec 2022 7:59 AM GMT

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) আয়োজিত রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET-2022) পরীক্ষার প্রাক্কালে ভুয়ো দাবিতে (fake claims) ছড়াল ফোটোশপ করা (photoshopped) অ্যাডমিট কার্ডের (admit card) ছবি। সোশাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে দাবি করা হয়েছে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ফেলা হয়েছে পাকিস্তানের লাহোরে (Lahore)।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২ ডিসেম্বর ২০২২ পর্ষদের ওয়েবাসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানাল ভাইরাল অ্যাডমিট কার্ডের ছবিটি ভুয়ো।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১ ডিসেম্বর ২০২২ রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগ পরীক্ষা "প্রাইমারি টেট-২২" আয়োজন করছে। ৩০ নভেম্বর ২০২২ থেকে চাকুরিপ্রার্থীরা এই টেট পরীক্ষার জন্য অ্যাডমিট ডাউনলোড করতে পারবে বলে পর্ষদ ঘোষণা করলেও সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে মাত্র গত দু'দিন ধরে বহুবারের চেষ্টায় পরীক্ষার্থীদের একাংশ অ্যাডমিড ডাউনলোড করতে পারছেন বলে জানাচ্ছেন আবেদনকারীরা। ভাইরাল অ্যাডমিড কার্ডের ছবিটি এই প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: প্রাইমারি টেট আন্দোলনে হাওড়ার বিজেপি কর্মী? ছবি ঘিরে ছড়াল বিভ্রান্তি

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া অ্যাডমিট কার্ডের ছবিতে দেখা যায়, পুরুলিয়া জেলার গগণ মুদির পুত্র রমেশ মুদি (Ramesh Mudi) নামে এক আবেদনকারীর "প্রাইমারি টেট-২০২২" নিয়োগ পরীক্ষার পরীক্ষা কেন্দ্র ছাপা হয়েছে পকিস্তানের লাহোরস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে।

ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "বেহুঁশ পর্ষদ,টেট পরীক্ষার কেন্দ্র লাহোর,পাকিস্তান, বাঙলাদেশ এমনকি দুবাইতে ও। পরীক্ষার তারিখ : ১১/১২/২০২২"

একই দাবির দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে


Full View

বুম দেখে ফেসবুকে একই দাবিতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ফোটোশপ করা অ্যাডমিট কার্ডের ছবিটি।

বুম তার হোয়াসটঅ্যাপ (+৯১ ৭৭০০৯০৬৫৮৮ ) হেল্পলাইনে একই ছবি তথ্য-যাচাইয়ের অনুরোধ পেয়েছে। 

তথ্য যাচাই

বুম প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ২ ডিসেম্বর ২০২২ প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পায়। পর্ষদ সচিব আরসি বাগচি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির মেমো নম্বর, ২০৩৭/ডাব্লুবিবিপিই/২০২১। পর্ষদের তরফে বলা হয় রমেশ মুদির নামে ছড়ানো ওই অ্যাডমিট কার্ডটি নকল ও কারচুপি করে তৈরি।

ভবিষ্যতে এই ধরণের প্রচেষ্টার বিরুদ্ধে পর্ষদ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

বুম বাংলার ওয়েবসাইটে সংরক্ষিত বিজ্ঞপ্তিটি পড়ুন এখানে

পর্ষদ ৩ পাতার ওই বিজ্ঞপ্তিতে ভাইরাল নকল অ্যাডমিট কার্ডের পাশাপাশি রমেশ মুদির আসল অ্যাডমিট কার্ডটির ছবিও দেয়। আসল অ্যাডমিট কার্ডে ২২০৪১৭৫৮৫৭৬২ ক্রমিক সংখ্যার ওই আবেদনকারীর পরীক্ষা কেন্দ্র ছাপা হয়েছে রামানন্দ সেন্টিনারি কলেজ যার ঠিকানা রয়েছে পুরুলিয়া জেলাতেই।

বিষয়টি নিয়ে আনন্দবাজার পত্রিকায় ৩ ডিসেম্বর ২০২২ প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে

আরও পড়ুন: টেট পাশ না করেই প্রাইমারিতে চাকরি? ভুয়ো দাবি সহ ছড়াল তৃণমূল নেতার ছবি

Related Stories