ফ্যাক্ট চেক

চাকরিহারা শিক্ষকদের চা বিক্রির পরামর্শ মমতার? বিভ্রান্তিকর দাবিতে ছড়াল পুরনো ভিডিও

বুম দেখে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক শিক্ষক-নিয়োগ দুর্নীতি নিয়ে রায়দানের আগেই ভিডিওতে দেখতে পাওয়া বক্তব্য রাখেন মমতা।

By -  Srijanee Chakraborty |

8 April 2025 9:02 PM IST

চাকরিহারা শিক্ষকদের চা বিক্রির পরামর্শ মমতার? বিভ্রান্তিকর দাবিতে ছড়াল পুরনো ভিডিও

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের এক ভিডিও পোস্ট করে দাবি করা হয়, সদ্য চাকরিহারা সরকারি শিক্ষক-শিক্ষিকাদের চায়ের দোকান খুলে চা বিক্রি করার পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী।

বুম যাচাই করে দেখে ভিডিওটি পুরনো। এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের আগেই এবছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এক জনসভায় তৃণমূল নেত্রী এই বক্তব্যটি রাখেন। 

গত ৩ এপ্রিল এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করার রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায় অনুসারে, যোগ্য ও অযোগ্যদের মধ্যে বাছাই করা প্রায় অসম্ভব হওয়ার কারণে ২৫ হাজার ৭৩৫ জনের চাকরি বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী; তিনি বলেন রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনার আর্জি জানানো হবে।

এরই মধ্যে এক জনসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চায়ের দোকান খোলার পরামর্শ দেওয়ার ভিডিওটি ভাইরাল হয় সমাজমাধ্যমে।

৩৮ সেকেন্ডের ভাইরাল এবিপি আনন্দের এক ভিডিও প্রতিবেদনের অংশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। এদিকে লক্ষ্য রাখবেন। ভাইয়েরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও, চা-বিস্কুট-ঘুগনি, ইনকাম খারাপ হয় না - চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়।" 

ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "যারা চাকরি হারিয়েছে, তারা চায়ের দোকান খুলুন সুন্দর ভবিষ্যত আছে। বক্তা- মাননীয়া মুখ্যমন্ত্রী Video Courtesy -ABP আনন্দ বাংলা...।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই 

বুম ইউটিউবে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে এবিপি আনন্দর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২১ জানুয়ারির একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওটি দেখতে পায়। 

Full View

এর থেকে বোঝা যায়, ভিডিওতে দেখতে পাওয়া মন্তব্য সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে সরকারি শিক্ষক-শিক্ষিকারদের চাকরি হারানোর ঘটনার আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। 

এছাড়াও ওই ভিডিওতে মমতা বন্দোপাধ্যায়ের পিছনে 'মালদা' লেখাটি লক্ষ্য করা যায়। এই তথ্যকে সূত্র ধরে আমরা মমতা বন্দোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে মালদহের এক জনসভা থেকে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে করা সরাসরি সম্প্রচারটি খুঁজে পাই।

Full View

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

ওই সম্প্রচারের ৫৬:৫৬ মিনিট অংশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, "মনে রাখবেন পলিটেকনিক, আইটিআই বাংলায় ৫০০টা আছে। সেখান থেকে ট্রেনিং নেবেন। স্কিল ট্রেনিং, পড়াশোনার সুযোগ, ট্রেনিংয়ের সুযোগ সব আছে। সব সুযোগ আছে এবং কয়েক, আমি তো বলব দু-তিন লক্ষ্য অ্যাপোয়েন্টমেন্ট হতেই পারে, ইমিডিয়েট, যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায়।"

তৃণমূল নেত্রীর আরও উল্লেখ করেন, "গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। এদিকে লক্ষ্য রাখবেন। ভাইয়েরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও, চা-বিস্কুট-ঘুগনি, ইনকাম খারাপ হয় না - চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন। পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা ১০ লক্ষ ছেলেমেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে, খুব শীঘ্রই - যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। "

মালদহের সেই ভাষণের পরের অংশে চাকরি না হওয়া নিয়ে বিরোধীদের মন্তব্যকে কটাক্ষ করেন মমতা। ওই মঞ্চ থেকে চাকরি প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিশ্ব জয় করার কথাও বলেন তিনি। 

Tags:

Related Stories