Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০১৮ সালে বিহারের মুখ্যমন্ত্রীর কনভয়তে হামলার ভিডিও আবার ভাইরাল

বুম দেখে ভিডিওটি ২০১৮ সালে বিহারের বক্সারের একটি গ্রামে নীতিশ কুমারের কনভয়ের ওপর পাথর ছোঁড়ার দৃশ্য।

By - BOOM | 27 Oct 2020 11:54 AM GMT

দু'বছরের পুরনো একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গাড়ির কনভয়ের ওপর ইঁট পাটকেল ছোঁড়া হচ্ছে। বিহারের নির্বাচনের আগে সেই ভিডিওটিকে কোনও প্রসঙ্গ ছাড়াই আবার শেয়ার করা হচ্ছে।

বুম দেখে ভিডিওটি ১২ জানুয়ারি ২০১৮-য় তোলা। সেদিন বিহারের বক্সার জেলার নন্দগাঁও গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কনভয়ের ওপর ব্যাপক ইঁট পাটকেল ছোঁড়ে।

বিহারে নির্বাচনের ঠিক আগে ওই ভিডিওটি আবার ভাইরাল হয়েছে। সে রাজ্যে ২৮ নভেম্বর ভোট শুরু। ভোটগণনা হবে ১০ নভেম্বর

রাস্তা দিয়ে একটি গাড়ির সারি যাওয়ার সময়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে সেগুলির ওপর পাথর ছুঁড়তে দেখা যায় ভিডিওটিতে। গাড়িগুলি জায়গাটি পেরিয়ে গেলে, পুলিশ এসে লোকগুলির ওপর লাটি চালিয়ে তাদের সরিয়ে দেয়।

ভোজপুরিতে লেখা ক্যাপশনে বলা হয়, "বিহারে কি আছে? এখানে বসন্ত আছে, নীতিশ কুমার আছেন আর আছে পাথর বৃষ্টি।"

(ভোজপুরিতে লেখা ক্যাপশন: बिहार में का बा्, बिहार में बहार बा्, नितीश कुमार बा्, पत्थर के बौछार बा् |)

আরও পড়ুন: শিবরাজ সিংহের বিরুদ্ধে বেরনো প্রতীকী শবযাত্রা উপনির্বাচনের আগে ভাইরাল

ওই একই ভিডিও টুইটার ও ফেসবুকেও একটি আলাদা হিন্দি ক্যাপশন সমেত ভাইরাল হয়েছে। ক্যাপশনটিতে বলা হয়েছে, "নীতিশ কুমার, আপনি কেন এত সব দারুণ কাজ করেন যে আপনাকে জনগণ থেকে পালাতে হয়?"

(হিন্দিতে লেখা ক্যাপশন: नीतिश कुमार जी आप इतना अच्छा काम करते ही क्यों हो की जनता के बीच से आप को भागना पड़ रहा है)

পোস্টগুলির আর্কাইভ দেখুন এখানে, এখানে এখানে

আরও পড়ুন: বিহার ভোট: পুরনো ছবি শেয়ার করে বলা হল যোগী আদিত্যনাথের জনসভায় ভিড়

তথ্য যাচাই

'बिहार के मुख्यमंत्री के काफिले पर हमला' (বিহারের মুখ্যমন্ত্রীর কনভয়ের ওপর হামলা) – এই কি-ওয়ার্ডগুলি দিয়ে আমরা সার্চ করি। দেখা যায়, ওই একই ভিডিও ১৪ জানুয়ারি ২০১৮ তে 'আজ তক'-এর ফেসবুক পেজে আপলোড করা হয়।

আজ তক-এর দেওয়া হিন্দি ক্যাপশনে বলা হয়: "বিহার: দেখুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কনভয়ের ওপর লোকে কীভাবে পাথর ছুঁড়ছে।"

(হিন্দিতে লেখা ক্যাপশন: बिहार: देखिए कैसे लोगों ने की मुख्यमंत्री नितीश कुमार के काफिले पर पत्थरबाज़ी)

ওই ঘটনার ওপর বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনও আমাদের নজরে আসে।

১৬ জানুয়ারি ২০১৮-য়, আজ তক ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয়, ঘটনাটি বিহারের বক্সার জেলায় ঘটে। ১২ জানুয়ারি, নন্দগাঁও গ্রামে নীতিশ কুমার সেখানে তাঁর 'বিকাশ সমীক্ষা যাত্রা' করার সময়, তাঁর কনভয়ের ওপর ব্যাপক পাথর বৃষ্টি হয়।

আজ তক-এর খবর অনুযায়ী, যাঁরা পাথর ছোঁড়েন, তাঁরা মহা দলিত গোষ্ঠীর মানুষ। উন্নয়ন প্রক্রিয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে, এই ধারণা থেকেই তাঁরা ক্ষুব্ধ হয়ে ছিলেন।

১৪ জানুয়ারি, ২০১৮-য় 'হিন্দুস্থান টাইমস'-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়, ওই হামলার জন্য ১০ মহিলা সহ ২৮ জনকে গ্রেফতার করা হয়। ওই রিপোর্টে আরও বলা হয়, ওই ঘটনা সংক্রান্ত পাঁচটি এফআইআর করা হয়। তাতে ৯৯ জনের নাম আছে আর ৫০০-৭০০ হলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

ওই ভিডিওটির বড় সংস্করণ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়। নীচে দেখুন।

Full View

আরও পড়ুন: না, প্লাস্টিকে ভরা মদের বোতলের সঙ্গে বিহার ভোটের সম্পর্ক নেই

Related Stories