প্রায় এক বছরের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে উত্তরপ্রদেশের এক বিজেপি সাংসদকে ওই পার্টিরই এক বিধায়ককে জুতোপেটা করতে দেখা যাচ্ছে। কিন্তু অনলাইনে পোস্ট করার সময় একবারও বলা হচ্ছে না যে, ঘটনাটি মার্চ ২০১৯-এ ঘটেছিল।
বিজেপি পার্টির প্রতি কটাক্ষ করে, ভিডিওটি বিগত ২৪ ঘন্টা ধরে শেয়ার করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ ও সোশাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপকভাবে ছড়াচ্ছে। আর ক্যাপশনে বলা হচ্ছে, "বিজেপি বনাম বিজেপি, চটি দিয়ে মারামরি। অশিক্ষিত গাধার দল একটি মিটিঙে আলোচনা করতে পারে না অথচ দেশ চালাতে চায়!!!"
ফেসবুকে পোস্ট করা ভিডিওটির স্ক্রিনশট নীচে দেওয়া হল।M N Pandey, UP BJP President on brawl between BJP MP Sharad Tripathi and BJP MLA Rakesh Singh Baghel: We have taken cognizance of this condemnable incident and both have been summoned to Lucknow. Strict disciplinary action will be taken. pic.twitter.com/a0FUvYnpnr
— ANI UP (@ANINewsUP) March 6, 2019
বিগত লোকসভা নির্বাচনে ত্রিপাঠীকে টিকিট দেওয়া হয়নি। রাকেশ সিং বাঘেল ইউপির মেহদওয়াল কেন্দ্রের বিধায়ক আছেন এখনও।