Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিহার ভোট: পুরনো ছবি শেয়ার করে বলা হল যোগী আদিত্যনাথের জনসভায় ভিড়

বুম দেখে আসল ছবিটি ২০১৪ সালে কলকাতায় আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভায় তোলা হয়েছিল।

By - Anmol Alphonso | 25 Oct 2020 6:27 AM GMT

একটি জনবহুল জনসভার ছবি এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, বিহার নির্বাচনের প্রচার চলাকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার ছবি সেটি।

নির্বাচনমুখী বিহারের কইমুরে আদিত্যনাথ প্রথম নির্বাচনী সভা করেন ২০ অক্টোবর, ২০২০ তারই পরিপ্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে ছবিটি।

ভাইরাল ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনটি অনুবাদ করলে, তা এইরকম দাঁড়ায়: "বিহারের একটি র‌্যালিতে যোগী আদিত্যনাথের ভাষণ শুনতে বিপুল জনসমাগম হয়। মাঠ থেকে 'জয় শ্রীরাম' ধ্বনি উঠতে থাকে।"


পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

 (হিন্দিতে ক্যাপশন: योगी आदित्यनाथ को सुनने के लिए बिहार की एक रैली में उमड़ा जनसैलाब.. जय श्री राम के नारों से गूंजा मैदान)

ফেসবুকে ভাইরাল

একই ক্যাপশন দিয়ে ফেসবুকে সার্চ করলে দেখা যায়, ওই মিথ্যে দাবি সমেত ছবিটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।


তথ্য যাচাই

আমরা দেখি, ফেব্রুয়ারি ২০১৪-র ছবি সেটি। ৫ ফেব্রুয়ারি ২০১৪ তে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভায় সেটি তোলা হয়।

বুম বাংলা আগেও একবার ছবিটির অপব্যবহার ফাঁস করে দিয়েছিল। ২০১৯-এ, ছবিটি ভাইরাল হয়েছিল এই বলে যে, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাম্প্রতিক জনসভার ছবি সেটি।

আরও পড়ুন: না, এটা প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গের সমাবেশের ঝলক নয়

গুগল ইমেজেস-এর সাহায্যে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, 'দেশ গুজরাট'-এ প্রকাশিত একটি লেখার সঙ্গে ছবিটি ব্যবহার করা হয়। তাতে বলা হয়, ছবিটি ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী কলকাতায় জনসভা করার সময় তোলা হয়।


বিহার নির্বাচনের আগে সম্পর্কহীন ছবি বুম আগে নস্যাৎ করেছে।

আরও পড়ুন: রাজ্যের উন্নয়নের নজির বলে বিহারের মন্ত্রী শেয়ার করলেন হায়দরাবাদের ছবি

Related Stories