সদ্য চালু হওয়া কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ ফুলবাগান ষ্টেশনের বাইরের গেটে নাম হিন্দি, ইংরেজিতে লেখা থাকলেও সেখানে বাংলাতে লেখা নেই এই ভুয়ো দাবি সহ ফেসবুকে একটি ভুয়ো ছবি শেয়ার করা হচ্ছে। বুম দেখে ভাইরাল ছবিটি কাটছাঁট করা।
ময়ুখ পরে নিজের ভ্রম সংশোধন করে আরেকটি টুইটে লেখেন এই কেটে নেওয়া ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, ময়ুখ আরও বলেন যে বাংলা সবথেকে উপরে থাকলেও সেটি হিন্দি ও ইংরেজির মত স্পষ্ট নয়।
বুম যাচাই করে দেখে ফুলবাগান স্টেশনে হিন্দি ও বাংলার পাশাপাশি সবার উপরে বাংলা ভাষায় নামের ফলক রয়েছে কিন্তু স্বচ্ছ দৃশ্যমানতার কারণেই বিভ্রান্তি।
বুম গুগল সার্চ করে এই স্টেশনের আরও ছবি খুঁজে পায়। বুম দেখে ৪ অক্টোবর লাইভ মিন্টে প্রকাশিত ফুলবাগান মেট্রো স্টেশনের একই দিকের ছবিতে বাংলা ভাষাতে নামের ফলক দেখা যাচ্ছে।