সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের ইসলাম ধর্মাবলম্বীদের সম্পর্কে করা ভুয়ো মন্তব্যের একটি গ্রাফিক সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হচ্ছে। ফেসবুকে ওই ভুয়ো মন্তব্য শেয়ার করে দাবি করা হয়েছে মহম্মদ বিন সলমন নাকি বলেছেন পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মুসলিমরা ধর্মান্তরিত মুসলিম ও খাঁটি মুসলিম নন।
বুম সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন এই ধরণের কোনও মন্তব্য গণমাধ্যমে খুঁজে পায়নি।
যুবরাজ মহম্মদ বিন সলমন তাঁর নামের আদ্যাক্ষরের জন্য এমবিএস নামে পরিচিত। সোশাল মিডিয়ায় সালমনের কোনও প্রোফাইল নেই। গণমাধ্যমাধ্যমে এই ধরণের মন্তব্য নিয়ে কোনও প্রতিবেদন খুঁজে পায়নি বুম।
সাংবাদিক হত্যা থেকে, দেশের বিরোধী অ্যাক্টিভিস্টদের কন্ঠরোধ; পশ্চিমা বিশ্বের কাছের লোক বলে পরিচিত মহম্মদ বিন সলমন বিরাগভাজন হলেও বানিজ্য স্বার্থের তাস খেলে কূটনৈতিকভাবে নানান দেশকে মুখ খোলা থেকে চুপ করিয়েছেন তিনি। এই ধরণের কোনও মন্তব্য করে থাকলে তা গণমাধ্যমের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
২০১৭ সালের জুন মাসে অভিষেকের পর দুঁদে এই রাজকুমার নানা বিতর্কে জড়িয়েছেন।