আমেরিকার টেক্সাসের ডিটেনশন ক্যাম্পে বন্দী অবৈধ অভিবাসীদের ছবিকে বিভ্রান্তিকর ভাবে অসমের ডিটেনশন ক্যাম্পে আটক বন্দীদের ছবি বলে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বুম ভাইরাল হওয়া ছবিটি যাচাই করে দেখে, ছবিটি টেক্সাসের ম্যাকেলেন অবস্থিত একটি ডিটেনশন সেন্টারের বন্দী অভিবাসীদের ছবি।
বুম ছবিটিকে গুগল রিভার্স সার্চ করে ফোর্বসে পরিয়ায়ীদের নিয়ে ২০১৯ সালের ২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটিকে ব্যবহার হতে থাকে। বুম সেই সূত্র ধরে গেট্টি ইমেজেস এ ছবিটি খুঁজে পায়।
গেট্টি ইমেজেস-এ ছবিটির ক্য়াপশন লেখা হয়েছে, "ম্যাকেলেন, টেক্সাস ১০ জুন: পরিবারের অতি মাত্রায় ভিড় ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের দেওয়া হাতে তোলা ছবি, টেক্সাসের ম্যাকেলেন আমেরিকার সীমান্ত প্যাট্রল ম্যাকেলেন স্টেশনে ১০ জুন ২০১৯। (গেট্টি ইমেজকে ছবি সরবরাহ ইন্সপেক্টার জেনারেলের কার্যালয়/ স্থলদেশ নিরাপত্তা বিভাগ)"
(মূল ইংরজিতে ক্যাপশন: MCALLEN, TX - JUNE 10: In this handout photo provided by the Office of Inspector General, overcrowding of families is observed by OIG at U.S. Border Patrol McAllen Station on June 10, 2019 in McAllen, Texas. (Photo by Office of Inspector General/Department of Homeland Security via Getty Images)