Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, এটি ইতালিতে করোনাভাইরাসে পরিজন হারানোয় শোকে আত্মহত্যার ঘটনা নয়

বুম যাচাই করে দেখেছে ছবিটি স্পেনের। ২০১৯ সালের ডিসেম্বর মাসে হোটেল বালেনসিয়া সেন্টার থেকে আত্মহত্যা করেছিলেন এক মহিলা।

By - Sk Badiruddin | 25 March 2020 1:49 PM GMT

সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ আত্মহননের দৃশ্যের দুটি ছবি ভাইরাল হয়েছে। ছবি দুটি শেয়ার করে দাবি করা হয়েছে ইতালিতে এক ব্যক্তি করোনাভাইরাসে তাঁর পরিজন হারানোর শোকে আত্মহত্যা করেছেন। ইতালিতে করোনাভাইরাসে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬,৮২০ জনের, যা চিনের করোনাভাইরাসে মত্যু মিছিলকে ছাপিয়ে গেছে।

ফেসবুক পোস্টে শেয়ার করা একটি ছবিতে দেখা যায় এক ব্যক্তি গগনচুম্বী হোটেলের ছাদের ধারে রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছেন। অন্য ছবিটিতে দেখা যায় ওই হোটেলের শীর্ষ থেকেই ব্যক্তিটি লাফ দিচ্ছেন।

ভাইরাল পোস্টটিগুলিতে ক্যাপশন লেখা হয়েছে, "ইতালীর এই ব্যক্তি যার পুরো পরিবারটি করোনা ভাইরাসে হারিয়েছেন। শেষ পর্যন্ত হোটেলের শীর্ষ থেকে আত্মহত্যা করলেন। কিছু বুঝতে পারছেন সময় আছে সচেতন হোন।''

পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

Full View

ফেসবুকে একই বয়ানে ভাইরাল হয়েছে ছবিটি।



তথ্য যাচাই

বুম ছবিটি রিভার্স সার্চ করে জানতে পেরেছে ছবিটি মোটেই ইতালির নয় আর সোশাল মিডিয়ার দাবি করা বক্তব্যটি ভুয়ো।

হোটেল বালেনসিয়া সেন্টার (Hotel Valencia Center) আবস্থিত স্পেনেরর বালেনসিয়াতে, ইতালিতে নয়।

বাম: ভাইরাল ছবি। ডান: স্পেনের বালেনসিয়ার হোটেলটি।

স্পেনীয় গণমাধ্যম মালডিটা-কে বালেনসিয়ার জাতীয় পুলিশ জানিয়েছে ওই আত্মহননকারী এক মহিলা ছিলেন পুরুষ নয় এবং এই আত্মহননের ঘটনাটি ঘটেছিল ২৪ শে ডিসেম্বর।

মালডিটাকে দেওয়া বালেনসিয়ার জাতীয় পুলিশের উত্তর।

একই বিষয়ে সত্যতা যাচাই করেছে স্পেনের তথ্য-যাচাইকারী সংস্থা নিউট্রাল। 

স্পেনে করোনাভাইরাসে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৩, ৪৭৪ জনের এবং ৫, ৩৬৭ জন সেরে উঠেছেন।

আরও পড়ুন: ব্রাজিলের রাষ্ট্রপতির কান্নার ছবিকে করোনাভাইরাস-বিধ্বস্ত ইতালির রাষ্ট্রপতি বলে চালানো হল

Related Stories