তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা দল (বিজেপি)-এর জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বিকৃত ছবি ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে, বহু টালবাহানার পর শুভেন্দু অবশেষে বিজেপিতে যোগ দিলেন।
শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস দলের দক্ষিণ বঙ্গের দাপুটে নেতা যিনি সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সহ পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও তিনি বিধানসভা থেকে ইস্তফা না দেওয়ায় এখনও বিধায়ক রয়েছেন। অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে যে ভূমি-অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিরোধের টেউ আছড়ে পড়ে সেই অন্দোলনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন ২০১১ সালে। ইস্তফা দেওয়ার পর তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর আলোচনায় বসলেও ইতিবাচক ফল মেলেনি। ছবিটি এই প্রেক্ষিতেই ভাইরাল হয়েছে যখন অধিকারীর পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
সম্পাদিত ছবিটি বাংলা ক্যাপশন সহ ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "পিসি মনির মনটা ভেঙে গেলো, শুভেন্দু বাবু চলে এলো।''
তথ্য যাচাই
বুম রিভার্স ইমেজ সার্চ করে দেখে জেপি নাড্ডার সঙ্গে আসল ছবিটি প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। ছবিটি মার্চ মাসে তোলা হয়, যখন সিন্ধিয়া কংগ্রেসের সাথে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দেন—দলের প্রধান কার্যালয়ে।
গণমাধ্যমে কথা বলার সময় সিন্ধিয়া এই রাজনৈতিক শিবির বদলকে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে দাবি করেন। তিনি বলেন তাঁর জীবনের দু'টি জীবন বদলে দেওয়া ঘটনা আছে, ''এক, যেদিন আমি বাবাকে হারায় এবং দ্বিতীয়, গতকাল যখন আমি সিদ্ধান্ত নিই আমার জীবনের নতুন পথে যাব।''
কংগ্রেস দল থেকে পদত্যাগ করার পর সিন্ধিয়াকে জেপি নাড্ডা ও অন্যান্য নেতাদের দিল্লিতে ১১ মার্চ সংবর্ধনা দেওয়ার আরও ছবি দেখা যাবে নিউজ ১৮ এর ফটো গ্যালারিতে।
উভয় ছবির তুলনা নিচে দেওয়া হল।
বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা এই জল্পনার আবহে বুম অধিকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তাঁর কাছ থেকে প্রত্যুত্তর পাওয়া গেলে প্রতিবেদনটি সংস্করণ করা হবে। অধিকারির বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দলের সহ সভাপতি মুকুল রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ''শুভেন্দু গণ আন্দোলনের ফসল। তাঁর এব্যাপারে দোটানার বিষয়টি এক দু'দিনের মধ্যে খোলসা হবে।''