সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে এক স্থূলকায় মারাদোনাকে একটি টেনিস বল নিয়ে কেরামতি দেখাতে দেখা যাচ্ছে। ভিডিওটি বিভ্রান্তিকর, কেননা এটি ২০১৫ সালের একটি হলিউডি সিনেমার দৃশ্য দেখানো হচ্ছে, যা দিয়েগো মারাদোনার চরিত্রের উপর ভিত্তি করে তৈরি একটি চলচ্চিত্র।
বুম তার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও এই ভিডিওটি পেয়েছে।
তথ্য যাচাই
বুম 'দিয়েগো মারাদোনা টেনিস বল'—এই শব্দগুলো বসিয়ে গুগল-এ খোঁজ চালিয়ে দেখেছে এই ভিডিওটি, যার শিরোনাম, "এখনও কী আশ্চর্য জাদু মারাদোনার পায়ে লেগে আছে!"অথচ ভিডিওটির বর্ণনা দিতে গিয়ে জানানো হয়েছে, এটি 'ইয়ুথ' নামের একটি সিনেমার দৃশ্য। বুম চলচ্চিত্রটির কুশীলবদের তালিকা যাচাই করে দেখেছে, সেখানে দিয়েগো মারাদোনার নাম কোথাও নেই, বরং এমন অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে, এটি দিয়েগো মারাদোনার জীবনের একটি কাল্পনিক পুনর্গঠন।
'দিয়েগো মারাদোনা ইয়ুথ চলচ্চিত্র'—এই শব্দগুলি বসিয়ে বুম আর একটা অনুসন্ধান চালায়l চলচ্চিত্রটিতে আর্জেন্টিনার অভিনেতা রোলি সেরানো মারাদোনার ভূমিকায় অভিনয় করেছেনl যদিও সিনেমাটিতে সেরানোকে শুধু এক দক্ষিণ আমেরিকান বলে দেখানো হয়েছে, অনেক প্রতিবেদনেই তাঁর অভিনীত চরিত্রটিকে মারাদোনার চরিত্র হিসাবেই সনাক্ত করা হয়েছে। আর্জেন্টিনার ওয়েবসাইট ক্ল্যারিন-এর এই প্রতিবেদনটির শিরোনাম। "ইয়ুথ সিনেমায় রোলি সেরানো মারাদোনার ভূমিকায় কেমন অভিনয় করেছেন দেখুন!"বুম স্প্যানিশ ভাষায় সেরানোর একটি সাক্ষাৎকারও দেখেছে, যেখানে তিনি মারাদোনার ভূমিকায় তাঁর অভিনয় বিষয়ে কথা বলেছেন। ভিডিওটির শিরোনাম, "রোলি সেরানো: আমি মারাদোনার মতো করেই অটোগ্রাফ সই করেছিl"
ভ্যারাইটি পত্রিকার একটি সাক্ষাৎকারে চলচ্চিত্রটির পরিচালক পাওলো সরেন্টিনোকে প্রশ্ন করা হয় তাঁর জীবনে মারাদোনার ভূমিকার গুরুত্ব বিষয়ে। তাঁকে প্রশ্ন করা হয়ঃ "ইয়ুথ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রের পারস্পরিক সম্পর্ক এবং চরিত্রগুলিও বেশ স্পষ্টভাবেই চিত্রিত হয়েছে l কিন্তু এর মধ্যে একটি চরিত্র হলো কিংবদন্তী ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা, যার সম্পর্কে সব মার্কিন দর্শক সেভাবে অবহিত নয়। আপনার অস্কার বক্তৃতায় আপনি দিয়েগো মারাদোনাকে ধন্যবাদ জানিয়েছেন, সুতরাং তিনি নিশ্চয়ই আপনার পৃথিবীতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে থাকেন।"