প্রায় আড়াই বছর আগে একটি ইন্ডিয়ান এয়ার ফোর্সের (আইএএফ) হেলিকপ্টার উত্তরাখণ্ডে ভেঙ্গে পড়ে। সেই ভগ্নস্তূপের ছবি পাকিস্তানি টুইটার ব্যবহারকারীরা লাদাখে এক সাম্প্রতিক দুর্ঘটনার দৃশ্য বলে চালাচ্ছেন।
ভাইরাল ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, "আজ একটি ভারতীয় এমআই-১৭ হেলিকপ্টার লাদাখে ভেঙ্গে পড়েছে।"
পাকিস্তানি টিভি সঞ্চালক মুবাশের লাকমানও ভাইরাল ভিডিওটি শেয়ার করেন, আর সেই সঙ্গে উনি জানতে চান যে, একটি এমআই-১৭ হেলিকপ্টার লাদাখে ভেঙ্গে পড়েছে কিনা। একাধিক টুইটার ব্যবহারকারী জানান যে ছবিটি পুরনো। কিন্তু তা সত্ত্বেও লাকমান কোনও সংশোধনী প্রকাশ করেননি।
টুইটারে ভাইরাল
ওই একই ক্যাপশান দিয়ে সার্চ করলে দেখা যায়, পাকিস্তানি টুইটার অ্যাকাউন্টগুলি থেকেও ওই দাবি সমেত ছবিটি শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, কিছু সংবাদ প্রতিবেদন নজরে আসে। সেগুলি ওই একই ছবি ব্যবহার করে বলে, সেটি এপ্রিল ২০১৮'য় উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের কাছে ভারতীয় বায়ুসেনার একটি পরিবহন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ।
৩ এপ্রিল ২০১৮ তারিখে এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, অবতরণের সময় একটি লোহার গার্ডারের সঙ্গে হেলিকপ্টারটির ধাক্কা লাগলে, ওই দুর্ঘটনা ঘটে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি; একটু আধটু আহত হয়ে ছিলেন মাত্র।
নীচের ভিডিওতে ওই একই হেলিকপ্টার ও লাল পোশাক-পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে।
এনডিটিভির রিপোর্টে আরও বলা হয়, হেলিকপ্টারটির আইএএফ পাইলট সহ চারজন আহত হন। সেটিতে ছয় যাত্রী, পাইলট ও কো-পাইলট মিলিয়ে আটজন ছিলেন।
ওই রিপোর্ট থেকে আরও জানা যায় যে, লোহার গার্ডারের সঙ্গে কেন ধাক্কা লাগল সে বিষয়ে অুনসন্ধান শুরু করে ভারতীয় বায়ুসেনা।
ওই ঘটনা সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়ার ৩ এপ্রিল ২০১৮'র রিপোর্টেও এখনকার ভাইরাল ছবিটিই ছিল।
সম্পর্কহীন ও পুরনো বিমান দুর্ঘটনার ছবি ভারতীয় বায়ুসেনার বিমান দুর্ঘটনার ছবি বলে ভুয়ো খবর বুম আগেও নস্যাৎ করেছে।