বাংলাদেশে নর্দমা থেকে খাবার তুলে খাচ্ছে এক লোক, এমনই একটি অস্বস্তিকর ছবি উত্তরপ্রদেশের বলে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
লোকটিকে নর্দমা থেকে ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খেতে দেখা যাচ্ছে। আর সেই ছবিকে ব্যবহার করে ভারতে যেন চরম দরিদ্রতা, জাতিবৈষাম্য ও শোষণ রয়েছে—এমনই এক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে।
তথ্য যাচাই
বুম দেখে যে, ছবিটি উত্তরপ্রদেশের নয়। ওই ছবিতে ফুটপাথের পাশে রাখা একটি গাড়িতে বাংলাদেশ পুলিশের লোগো এবং বাংলায় 'পুলিশ' শব্দ লেখা আছে। গাড়িতে লাগানো লোগোটির সঙ্গে বাংলাদেশ পুলিশের লোগোটিও মিলিয়ে দেখে বুম। দেখা যায় ওই লোগো দুটি এক।
একটি ভিডিওরও সন্ধান পায় বুম। সেখানে লোকটিকে পরে খাবে বলে খাবার সরিয়ে রাখতে দেখা যাচ্ছে।
ছবিটি ২০১৮ সাল থেকে ইন্টারনেটে আছে। ২০১৯'এ একটি ব্লগপোস্টেও ব্যবহার করা হয়েছিল ছবিটি।