'টাইম' ম্যাগাজিনের প্রচ্ছদের ভাইরাল ছবি যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আর শিরোনাম দেওয়া হয়েছে, 'টাইম... টু গো' (যাওয়ার সময় হয়েছে), এই প্রচ্ছদটি ভুয়ো এবং টাইম ম্যাগাজিন এই ধরণের কোনও প্রচ্ছদ প্রকাশ করেনি।
প্রচ্ছদের ছবিতে ট্রাম্পকে একটা খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে আর ক্যাপশনে লেখা, 'টাইম...টু গো'। ইঙ্গিতটা হল, এবার তাঁর পদত্যাগ করা উচিত। ওই ভুয়ো ছবিটি সোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে।
Congratulations, Donald J Trump.
— Covfefe "Shecky" Jones- King Of Shade👑 FBR 🌊🌊 (@King_Of_Shade) May 7, 2020
You made the cover of Time Magazine Again. pic.twitter.com/qap9KYAqdD
লেখিকা শোভা দে-ও ছবিটি টু্ইট করেন।
Pure brilliance!! pic.twitter.com/4iWIHsvz8x
— Shobhaa De (@DeShobhaa) May 25, 2020
আরও পড়ুন: কাস্তে হাতুরি সহ লাল পতাকা হাতে দাঁড়ানো অভিনেতা সনু সুদের ছবিটি ভুয়ো
তথ্য যাচাই
প্রচ্ছদটি যে ভুয়ো, বেশ কিছু চিহ্ন থেকে তা স্পষ্ট হয়। একটা হল সংখ্যাটির কোনও তারিখ নেই, যা টাইম ম্যাগাজিনের ওপরের ডান কোণে দেওয়া থাকে। তাছাড়া নীচের ডান কোণে টাইম.কম লেখাটিও নেই। অথচ প্রতি সংখ্যায় সেটি ওই জায়গায় ছাপা হয়।
টাইম ম্যাগাজিনের আর্কাইভ, যাকে 'ভল্ট' বলা হয় এবং যেখানে সব সংখ্যা সংরক্ষিত থাকে, সেখানেও ওই প্রচ্ছদ নেই।
টাইম ম্যাগাজিন তাদের নতুন সংখ্যা সোশাল মিডিয়ায় দিয়ে দেয়। কিন্তু টাইমের সোশাল মিডিয়া চ্যানেলগুলিতে ট্রাম্পের ওপর ওই সংখ্যার কোনও হোদিস পাওয়া যায়নি। কিন্তু টুইট সমেত রয়েছে সাম্প্রতিকতম সংখ্যাটি।
TIME's new cover: How COVID-19 will shape the Class of 2020 for the rest of their lives https://t.co/nbPZteaBy5 pic.twitter.com/Xph2H4PB00
— TIME (@TIME) May 21, 2020
ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করে তথাকথিত টাইম ম্যাগাজিনের ভুয়ো প্রচ্ছদ আগেও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: বিজনৌরে সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদের সময় আহত বাচ্চা ছেলের ভিডিও জিইয়ে উঠলো