ভারতে মহিলাদের নিরপত্তার প্রসঙ্গ তুলে লোকগুলির গ্রেপ্তারি দাবি করে শেয়ার করা হচ্ছে ভিডিওটি। ক্লিপটি এক নির্জন রাস্তায় তোলা। দেখা যাচ্ছে, তাঁর পুরুষ বন্ধুর সঙ্গে ঘোরার জন্য এক দল নীতি-পুলিশ মহিলাকে হেনস্তা করছে।
इन हरामियों , सुअरो की वजह से देश मे बेटिया
— Shaba_saikh🌹 (@Saba_saikh78) July 5, 2020
Safe नही है ये वही संघी है जो बेटी बचाओ बेटी पढ़ाओ का नारा लगाते है असल मे इनकी औकात ये है।
रिट्वीट रुकना नही चाहिए आपका एक रिट्वीट इन सुअरो को गिरफ्तार करवा सकता है।@Rofl_RavishLIVE pic.twitter.com/DvZxp99Ziq
This is one of the reasons why poll ranks #India the world's most dangerous country for #women.
— Shahjhan Malik | #StayHomeSaveLives (@shahjhan_malikk) July 7, 2020
pic.twitter.com/mLmI6kETKq
আরও পড়ুন: বিশ্বের গহন কালো সৌন্দর্য কি গিনেস বুকে নাম তুললো? ভুয়ো পোস্ট ভাইরাল
তথ্য যাচাই
বুম নিশ্চিত হতে পেরেছে যে, ভাইরাল ফুটেজটি বাংলাদেশে তোলা। কারণ, লোকগুলির কথার উচ্চারণে বাংলাদেশের স্থানীয় উচ্চারণের টান স্পষ্ট। ফুটেজের ৪২ সেকেন্ডের মাথায় শোনা যাচ্ছে একটি লোক মহিলার ঠিকানা জানতে চাইছে। সে বলছে, "বাসা কোথায়, আমার কাছে বল? আরও একটু পরে লোকটি আবার ওই মহিলার নাম ও ঠিকানা জানতে চায়।
১.৪৫ সেকেন্ডের মাথায়, লোকটি আবার জিজ্ঞেস করে, "তোমার নাম কি? বাসা কোথায়? তোমার বাসা কি টেকেরহাটে? তাঁর বাড়ি টেকেরহাটে, মহিলা এ কথা বললে, ওই উত্যক্তকারী জানতে চায়, "কোন জায়গায় টেকেরহাট?" এর পর একজনকে বলতে শোনা যায়, "যে জায়গায় হোউক, টেকেরহাট তো।"
টেকেরহাট সার্চ করলে দেখা যায় সেটি বাংলাদেশের ঢাকা ডিভিশনের মাদারিপুর জেলার রাজয়ের উপজেলার একটি জায়গা। বুম বাংলাদেশ টিমের সদস্যরা এ ব্যাপারে নিশ্চিত করে।ভিডিওটি নভেম্বর ২০১৮-য় ইউটিউবে আপলোড করা হয়। ক্যাপশনে বলা হয়, "হিজাব পরা মেয়ে দেখে কি করল''।
ভিডিওটি কবে তোলা হয়েছিল, সে ব্যাপারে বুম নিশ্চিত হতে পারেনি। কিন্তু সেটি যে পুরনো এবং বাংলাদেশে তোলা, তা নিয়ে কোনও সংশয় নেই।
অতিরিক্ত রিপোর্টিং: কদরুদ্দীন শিশির, বুম বাংলাদেশ
আরও পড়ুন: ২০১৩ সালে বাংলাদেশের হিংসাত্মক বিক্ষোভকে কেরলের ঘটনা বলে ছড়ানো হচ্ছে