সোশাল মিডিয়ায় রতন টাটার ভুয়ো মন্তব্য শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ৬০০০ কোটি টাকা বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী। বুম যাচাই করে দেখেছে ২০১৯ সালের এপ্রিল মাসে প্রকাশিত একটি ভুয়ো প্রতিবেদন থেকে এই গুজবটি ছড়াচ্ছে। রতন টাটা এই ধরণের কোনও মন্তব্য করেননি।
বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে (৭৭০০৯০৬১১১) এই বার্তাটি পাঠিয়ে বক্তব্যটির সত্যতা জানতে চাওয়া হয়েছে।
ওই বার্তাটিতে লেখা রয়েছে, ''পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে ৬০০০ কোটি টাকার বিনিয়োগ করা হবে। রতন টাটা।'' ওই বার্তার সঙ্গে রয়েছে রতন টাটা এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছবি।
বুম ২০১৯ সালের ২৭ এপ্রিল ফেসবুকে পোস্ট হওয়া একই ধরনের হুবহু একটি পুরনো বার্তা খুঁজে পেয়েছে।
২০১৯ সালের ২৮ এপ্রিল প্রায় একই ধরণের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল একটি ভুঁইফোড় ওয়েবসাইট। সেখানেও রতন টাটার বিনিয়োগের প্রসঙ্গটি তোলা হয়। প্রতিবেদনটিতে শিরোনাম লেখা হয়েছিল, ''পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ঘটলে টাটা গ্রুপ 6000 কোটি বিনিয়োগ করবে বললেন রতন টাটা''
তথ্য যাচাই
বুম রতন টাটার ৬০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়ে কোনও সাম্প্রতিক প্রতিবেদন খুঁজে পায়নি। ২০১৯ সালের এপিল মাসেও এই ধরণের কোনও বক্তব্য পেশ করার ব্যাপারে কোনও নির্ভরযোগ্য প্রতিবেদনের হদিস পাওয়া যায়নি।
২০১৪ সালের অগস্ট মাসে কোলকাতায় এক আলোচনাচক্রে তিনি টাটা কারখানা সরানোর ব্যাপারে মুখ খোলেন। তিনি বলেন রাজনৈতিক অস্থিরতার কারণে টাটা অন্য রাজ্যে কারখানা সারাতে বাধ্য হয়। ২০১১ সালের অগস্ট মাসে বিনিয়োগের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে বলেন, তার জন্য রাজ্য অস্থিরতার পরিবেশের পরিবর্তন জরুরি।
সম্প্রতি রতন টাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারিফ করে বর্তমান সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন।
২০১৯ সালের এপ্রিলে ওড়িশার থেকে পশ্চিমবঙ্গে টাটা স্পঞ্জ লিমিটেডের কার্যালয় স্থানান্তরের পরিকল্পনা নেয় টাটা গোষ্ঠী। টাটা গোষ্ঠী পশ্চিমবঙ্গে সর্ব বৃহৎ কর্মসংস্থান প্রদানকারী সংস্থা। এরাজ্য রয়েছে এই সংস্থার একাধিক কার্যালয়।