একটি বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ব্রেকিং নিউজ বলে দাবি করা হচ্ছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ১৪ দিনের জন্য ভারতের গৃহমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বুম যাচাই করে দেখেছে, দাবিটি সম্পূর্ণ ভুয়ো এবং কাল্পনিক।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখেছে পোস্টের দাবি ভুয়ো ও সম্পূর্ণ ভিত্তিহীন।
স্বরাষ্ট্রদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়া বর্তমনে দুইজন প্রতিমন্ত্রী আছেন। তাঁরা হলেন কিষান রেড্ডী এবং নিত্যানন্দ। যোগী আদিত্যনাথ একই সাথে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তেমনটি সাংবিধানিক ভাবে সম্ভব নয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর ক্যাবিনেটের সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রনালয়ের দায়িত্ব বণ্টন করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও দেশের বিভিন্ন নীতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তবে ক্যাবিনেট মন্ত্রীদের যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব রয়েছে প্রধানমন্ত্রীর এক্তিয়ারে।
যে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার সদস্য। কোনও ব্যক্তি একসঙ্গে বিধানসভা, রাজ্যসভা, লোকসভার সদস্য হওয়ার আইনি সংস্থান নেই। সে ক্ষেত্রে যোগী আদিত্যনাথ- এর রাজ্যপালের কাছে ইস্তফা দেওয়া প্রয়োজন। এরকম কোনও খবর গণমাধ্যমে প্রকাশিত হয়নি।