Claim
“ওরা এই ভাবে সরকারি সম্পত্তি রক্ষা করে। এঁরা হলেন স্বঘোষিত জাতীয়তাবাদী পার্টির সমর্থক। (হিন্দিতে মূল লেখা: 'पब्लिक प्रॉपर्टी की रक्षा करते सेल्फ अटेस्टेड देशभक्त पार्टी के लोग')
Fact
ছবিটি নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে। অনেক জায়গায় ওই বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠেছিল। কিন্তু এই ছবিটি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ২০১২ সালে তোলে। পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা ‘ভারত বন্ধ’-এর সময় জামশেদপুরে একটি ট্রাক ভাঙচুর করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের। কংগ্রেসের নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে ছিল ওই বিক্ষোভ। মে ২০১৯-এও ছবিটি একবার ভাইরাল হলে, বুম সেটিকে খারিজ করে। সেই সময় ছবিটি পশ্চিমবঙ্গে বিজেপি-টিএমসি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ভাইরাল হয়েছিল।