Claim
এক জলমগ্ন গলিতে রাস্তায় টেবিল চেয়ার পেতে এক পরিবারের চা চক্রের ছবি পশ্চিমবঙ্গের দৃশ্য বলে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। নাগরিকদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চালু করা "দুয়ারে সরকার" প্রকল্প কে কৌতুক করে ছবিতে লেখা হয়েছে দুয়ারে সী বিচ। ছবিটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, "এটাও দেখতে হলো লন্ডনে।"
Fact
বুম রিভার্স ইমেজ সার্চ করে পাঞ্জাবের বারনালা বিধানসভার বিধায়ক গুরমিত সিংহ মিথ হায়ারের ২০১৬ সালের ১৮ জুলাইয়ের একটি টুইট খুঁজে পায়। ওই টুইটে তিনি লেখেন, এটি নিকাশি কর্মীদের বিরুদ্ধে পাঞ্জাবের মনসার এক পরিবারের প্রতিবাদ। সেই টুইটটির প্রত্যুত্তরে এক ব্যক্তি ১৮ জুলাই প্রকাশিত পাঞ্জাব কেসরী পত্রিকার ই-পেপারের ছবি দেন যেখানে দেখা যায় পত্রিকার রিপোর্টে ভাইরাল ছবিটি ব্যবহার করা হয়েছে। ২০২০ সালের জুলাই মাসে ছবিটি দিল্লির ঘটনা বলে ভাইরাল হলে বুম প্রথম ছবিটির তথ্য যাচাই করেছিল। এছাড়া এবছরের অগস্ট মাসে রাজ্যজুড়ে অতিবৃষ্টির হলে সেই সময়েও ছবিটি পশ্চিমবঙ্গের ঘটনা বলে ভুয়ো দাবিতে ভাইরাল হয়। অতি বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি এবং কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ায় অনেকে ছবিটিকে সত্যি ঘটনা বলে ভুল করছেন।