Claim
“১৯ মে গুয়াহাটির একটি এটিএম-এ ২৯,৮৪,০০০ টাকা ভর্তি করা হয়। কিন্তু একদিন পরেই, যান্ত্রিক গোলযোগের কারেণে, ২০ মে থেকে ১০ জুন সেটি বন্ধ থাকে। তারপর, ১১ জুন মেরামতের জন্য সেটিকে খোলা হলে, সকলে স্তম্ভিত হয়ে যান। তাঁরা দেখেন, মেশিনের ভেতর ১২ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ৫০০ ও ২০০০ টাকার নোট ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছে। #ইন্ডিয়াফাইটসকরোনা #সোশালডিস্টেনসিং”
Fact
বুম দেখে ঘটনাটি অসমের তিনসুকিয়া জেলার। ২০১৮ সালের ১১ জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম-এ প্রায় ১২ লক্ষ টাকা ইঁদুরে কেটে তছনছ করে দেয়। গুয়াহাটিতে অবস্থিত আর্থিক সংস্থা এফআইএস: গ্লোবাল বিজনেস সলিউশনস এটিএমটি দেখাশোনার দায়িত্বে ছিল। বুম আগেও ওই একই সেটের ছবি খণ্ডন করেছিল যখন এইচডিএফসি ব্যাঙ্কের ঘটনা বলে ভুয়ো দাবি করা হয়েছিল ওই এটিএমটিকে।