Claim
সাদা পোশাকে থাকা পুলিশ নাটকীয় কায়দায় গুজরাতের এক ধাবায় এক দল কুখ্যাত দুষ্কৃতকারীদের পাকড়াও করার সিসিটিভি দৃশ্যকে সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে। ভিডিওটিকে ফেসবুক পোস্টে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “সিনেমা নয়... বাস্তব! সিসিটিভি লাইভ ফুটেজে দেখুন কিভাবে #BangaloreRiot বেঙ্গালুরু দাঙ্গার #মাস্টারমাইন্ড #মহম্মদ_সিরাজ_হোসেন কে গুজরাত থেকে গ্রেফতার করল এনআইএ অফিসারেরা!”
Fact
বুম দেখে ভাইরাল ভিডিওটির দুষ্কৃতকারীরা বেঙ্গালুরু দাঙ্গায় অভিযুক্ত নয়। আমদাবাদ পুলিশের অপরাধ দমন শাখার সহকারী পুলিশ কমিশনার ডি পি চুড়াসামা'র সঙ্গে যোগযোগ করলে উনি বলেন যে, গুজরাতে অনেকগুলি অপরাধের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই ব্যক্তিদের খোঁজা হচ্ছিল। "গাড়ি চুরি, মারধোর, বাড়িতে চুরি ও অস্ত্র রাখার মতো অপরাধের সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে টাকা তোলার অভিযোগও আছে," বলেন চুড়াসামা। তিনি আরও জানান যে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের কারও নাম সিরাজ নয়। "এই রাজ্যের বাইরে বা দিল্লির দাঙ্গার সঙ্গে এরা যুক্ত, তেমন কোনও তথ্য আমাদের তদন্তে এখনও উঠে আসেনি।" বুম ইন্ডিয়ান এক্সপ্রেসের আরেকটি প্রতিবেদনে দেখে দুটি বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ভারুচ পুলিশ সিরাজ মনসুর আলম আনসারি এক ছোট অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। এই ঘটনা নিয়ে ফেসবুকে ভাইরাল মিথ্যে দাবি ছড়ায় যে ওই ব্যক্তি দিল্লি দাঙ্গায় অভিযুক্ত। বুম ভারুচের স্থানীয় অপরাধ দমন শাখার ইন্সপেক্টর জে এন ঝালা বুমকে বলেন যে, তিনি আগে কখনও কোনও অপরাধ করেছেন বলে আমরা আমাদের তদন্ত থেকে জানতে পারিনি।" ভাইরাল দাবিটি উড়িয়ে দিয়ে তিনি বলেন, "আমরা যতদূর জানি, দিল্লি বা বেঙ্গালুরুর দাঙ্গা সংক্রান্ত কোনও মামলার সঙ্গে উনি জড়িত নন।"