Claim
“টিএমসি কর্মীরা আমার স্বামীকে টেনে নিয়ে যায় ও তাঁকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বলে। আমার স্বামীকে রাণাঘাটের গাঙ্গনাপুরে খুন করা হয় আর ওরা বলতে থাকে তোমার বিজেপির লোকেরা কোথায়? তোমার হিন্দুরা কোথায়? এবার কে তোমায় বাঁচাবে?” (হিন্দিতে লেখা হয়: मेरे पति को घर से घसीट कर ले गए टीएमसी के लोग और बोले अब बोल जय श्री राम�� अब कहां है तेरे भाजपा वाले अब कहां है तेरे हिंदू अब कौन तुझे बचाएगा यह कह कर उन्होंने मेरे पति को गंगापुर राणाघाट पर मार दिया, उत्तम घोष की पत्नी( बंगाल) दैनिक भास्कर अखबार के इंटरव्यू का अंश)
Fact
বুম দেখে আসল ভিডিওটি ব্রাজিলে তোলা ও সেটির সঙ্গে পশ্চিবঙ্গে নির্বাচন-পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। ঘটনাটি ঘটে উত্তর ব্রাজিলের সিয়েরা অঞ্চলে ফোর্টালেজা শহরে। সেখানে ৩০ ডিসেম্বর ২০১৭’য় ওয়েসলি টিয়াগো ডি সুজা কারভালহো নামের এক কিশোরকে ইঁট, কাঠের পাটাতন আর কুড়ুল দিয়ে মারা হয়। প্রকাশিত খবর থেকে এটাই মনে হয় যে, ‘দু’দল দুষ্কৃতির মধ্যে বিবাদ’ ওই খুনের কারণ। ওই ঘটনার কারণটি বুম নিজস্ব উপায়ে যাচাই করতে পারেনি। এই ভিডিওটি বুম জুন ২০১৯-এও একবার খণ্ডন করে। সেই সময়, সেটি অন্য একটি মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছিল।