Claim
আসানসোল পুরনিগমের একটি সাইনবোর্ডের ছাঁটাই করা ছবি ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে রাজ্য সরকার বাংলা ভাষাকে কম গুরুত্ব দিচ্ছে। ফেসবুক পোস্টের গ্রাফিক ছবিটিতে লেখা, "এগিয়ে বাংলা হিন্দি উর্দু ইংলিশ আছে কিন্তু বাংলার গর্বের বাংলা কোথায়? বাংলাকে গুজরাত হতে দেবেন না কিন্তু পাকিস্তান হলে ক্ষতি নেই।"
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবি ছাঁটাই করা। বুম কিওয়ার্ড সার্চ করে আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারির (বর্তমানে বিজেপি নেতা) ২০২০ সালের ১৫ আগস্ট ফেসবুক লাইভের ভিডিও খুঁজে পায়। ওই ভিডিওর ১১ সেকেন্ড সময়ে পৌরভবনের একই দৃশ্য দেখা যায়। তার সাইনবোর্ডে সবার উপরে আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশন নামটা বাংলায় লেখা আছে। ৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখের আরও একটি ফেসবুক পোস্টে রাজ্যব্যাপী পৌর স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভের ছবি দেওয়া হয়। তাতে আসানসোল কর্পোরেশন ভবনের ছবিতে দু'টি সাইনরোর্ড দেখা যাচ্ছে। সেগুলিতে নামটা ইংরেজি, বাংলা, হিন্দি ও উর্দুতে লেখা আছে। একই দাবি সহ ছবিটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।