Claim
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে ভুয়ো দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছেন দলবীর ভাণ্ডারি। ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, "আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছেন! বিশ্বমঞ্চে ব্রিটেনের পরাজয়। প্রধানমন্ত্রী মোদিজি কীভাবে বিশ্বজুড়ে সম্পর্ক গড়ে তুলেছেন তার এটি একটি উৎকৃষ্ট উদাহরণ। আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছেন বিচারপতি দলভীর ভাণ্ডারি। ভারতের বিচারপতি দলভীর সিং 193 ভোটের মধ্যে 183 ভোট পান এবং ব্রিটেনের বিচারপতি ক্রিস্টোফার গ্রিনউডকে পরাজিত করেন।" (ক্যাপশন সম্পাদিত)
Fact
রাষ্ট্রপুঞ্জের একটি সংস্থা আন্তর্জাতিক আদালতে মোট ১৫ জন বিচারপতি থাকেন, তাঁদের প্রত্যেকে ৯ বছরের জন্য নির্বাচিত হন। একই সঙ্গে নির্বাচন করা হয় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ, উভয় সমিতিতে। দলবীর ভাণ্ডারি এই আদালতের ১৫ জনের মধ্যে একজন বিচারপতি। আন্তর্জাতিক আদালতে কোনও প্রধান বিচারপতির পদ নেই, বিধি অনুসারে আদালতের প্রধান হচ্ছেন সভাপতি যিনি ৩ বছরের জন্য নির্বাচিত হিন। দলবীর ভাণ্ডারি ২০১২ সাল থেকে আই সি জে-র একজন বিচারপতি। ক্রিস্টোফার গ্রিনউড নিজের মনোনয়ন তুলে নেওয়ায়, ভান্ডারি ২০১৭ সালে আরও ৯ বছরের জন্য বিচারপতি নিযুক্ত হন (যা ২০১৮ সাল থেকে ২০২৭ পর্যন্ত কর্যকর)। শুধু ব্রিটেন নয়, বিভিন্ন দেশের নাগরিকরা এই আদালতের সভাপতির পদে থেকেছেন। ভারতীয় বিচারপতি নগেন্দ্র সিংও ১৯৮৫ থেকে ১৯৮৮ অবধি সভাপতি ছিলেন। ভাণ্ডারি ২০ নভেম্বর ২০১৭ সালে ৯ বছরের জন্য যখন বিচারপতির পদে পুনরায় নির্বাচিত হন তখন তিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ১৯৩টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ১৮৩টি দেশের ভোট পেয়েছিলেন। বুম একই ভুয়ো দাবি ২০২১ সালের অগস্ট মাসে তথ্য-যাচাই করেছে।