Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের জমঈয়তে আহলে হাদীসের একটি ভুয়ো বিজ্ঞপ্তির ছবি ভাইরাল হয়েছে। ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে সংস্থাটি ভারতীয় হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তর করলে নগদ পুরস্কার দেবে। পোস্টটি ফেসবুকে শেয়ার করে একজন ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "হিন্দু মেয়েরা দেখে যাও তোমাদের কার কতো রেট বাংলাদেশী মাদরাসা থেকে তোমাদের রেট নির্ধারণ হয়েছে । কোনো লুঙ্গি বাহিনী যদি হিন্দু মেয়েকে লাভ জেহাদে ফাসিয়ে বিয়ে করতে পারে তাদের পুরষ্কার দেয়া হবে বলছে ।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
Fact
একই দাবি এবছরের এপ্রিল মাসে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। আমরা দেখি ছবিটি বাংলাদেশী ধর্মীয় সংস্থাটির একটি পুরানো বিজ্ঞপ্তিকে বিকৃত করে তৈরি করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সংস্থার নাম দেখ যায়। আমরা সংস্থাটির নাম দিয়ে কিওয়ার্ড সার্চ করে তাদের ওয়েবসাইটে ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে আপলোড করা মূল বিজ্ঞপ্তিটি পাই যার রেফারেন্স নম্বর ভাইরাল ছবির রেফারেন্স নম্বরের সাথে মিলে যায়। এর থেকে বোঝা যায় একটি বিদ্যমান বিজ্ঞপ্তিকে বিকৃত করে ভুয়ো ছবিটি তৈরি করা হয়েছে। মূল বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পরিচালনা পরিষদের চতুর্থ সভায় মুসলিম নাগরিকদের মধ্যে কোরান ও হাদীস শিক্ষার প্রচারের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে ছিল। বুম বাংলাদেশ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মিডিয়া-ইন-চার্জ মোহাম্মদ জনি আহমেদের সাথে যোগাযোগ করে। তিনি ভাইরাল দাবি অস্বীকার করে বলেন যে সংস্থাটি এই ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।