Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্টে প্রাপ্তবয়স্কদের জন্য ওয়েব ড্রামার স্ক্রিনশটের কোলাজ শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে যে ছবিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা যাচ্ছে। ছবিতে এক গেরুয়া ভেকধারী পুরুষ ও এক মহিলাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। এই পোস্টটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "গেরুয়া পরলে যোগী হয় না গেরুয়া মানে ত্যাগ নিষ্ঠা অহিংসা নম্র লোভ সব ত্যাগ করতে হয়, যেটা স্বামী বিবেকানন্দ করেছেন।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
Fact
২০২০ সালে এই স্ক্রিনশটগুলি একই দাবিসহ ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। সেসময় আমরা একটি স্ক্রিনশট ক্রপ করে তার রিভার্স ইমেজ সার্চ করে "বাবাজী নে খোল দিয়া নাড়া" নামক বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি নিম্নমানের ওয়েব ড্রামার খোঁজ পাই। ১২ মিনিট ৫২ সেকেন্ডের ওই ভিডিওটিতে আমরা ৭ মিনিট ৭ সেকেন্ড, ৮ মিনিট ৪৮ সেকেন্ড ও ৮ মিনিট ৫৭ সেকেন্ডে ভাইরাল স্ক্রিনশটগুলির অনুরূপ দৃশ্য দেখতে পাই। বুম দেখে ভিডিওটি ২০১৭ সাল থেকে ইউটিউবে রয়েছে; যার বিষয়বস্তু হল একজন ভণ্ড, ভেকধারী সাধু রোগ সারিয়ে দেওয়ার নামে মহিলাদের যৌন হেনস্থা করে। তবে, শেষে তার সব অসৎ কাজ ধরা পরে যায়।