Claim
১৫ জুন লাদাখের গালওয়ানে ভারতের-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রন রেখায় (এলএসি) সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে চিনের বিরুদ্ধে ভারতকে সমর্থন জানানো রাশিয়া, আমেরিকা, জাপান ও ইজরায়েলের রাষ্ট্রপ্রধানদের ভুয়ো মন্তব্য সহ গ্রাফিকটি আবার ফেসবুকে জিইয়ে উঠেছে।
Fact
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু—কেউই এই ধরণের মন্তব্য করেননি। বুম দেখে, ২৭ মে ২০২০ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে ভারত ও চিনের সীমান্ত সমস্যা সমধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে টুইট করেন। চিন এবং ভারতের তরফে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। রাশিয়ার তরফে বলা হয় দু'ই দেশ পারস্পরিক সমঝোতায় সমস্যা সমাধানে সক্ষম হবে। জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে কিংবা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। ২০১৮ সালের এই ভুয়ো মন্তব্যের গ্রাফিকটি গালওয়ান সংঘর্ষের পর জুন মাসে আবারও জিইয়ে উঠলে বুম সেসময় ভুয়ো মন্তব্যগুলি খণ্ডন করে।