Claim
২০২০ আনন্দবাজারে প্রকাশিত এক বছরের পুরনো অর্থনীতিবিদদের প্রবন্ধের শিরোনাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলে ভুয়ো দাবিতে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ফেসবুক পোস্টে ভাইরাল হওয়া ছবিতে শিরোনাম লেখা রয়েছে, “টাকা ছাপানোর অধিকার কেন শুধু কেন্দ্রের, রাজ্যের নেই কেন?”
Fact
বুম রাজ্যের নোট ছাপানোর অধিকার চেয়ে মমতা বন্দ্যেপাধ্যায়ের গণমাধ্যমে কোনও বক্তব্য খুঁজে পায়নি। বুম যাচাই করে দেখে আনন্দবাজারে প্রকাশিত ওই শিরোনামের বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। দুই অর্থনীতিবিদের মতামত ভিত্তিক লেখার শিরোনাম। আনন্দবাজার অনলাইনে একই শিরোনামে ২০২০ সালের ১৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। অর্থনীতিবিদ সুগত মারজিত এবং জয়ন্ত দ্বিবেদী মতামতভিত্তিক ওই উত্তর-সম্পাদকীয় প্রতিবেদন লেখেন। বুম একই ভুয়ো ছবি ২০২১ সালের অগস্ট মাসে তথ্য-যাচাই করেছিল।