Claim
মহাকাব্য রামায়ণ কথিত রাম, লক্ষণ, সীতা ও সুগ্রীবের প্রতিকৃতি খোদাই করা মুদ্রার ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে ব্রিটিশ শাসনাধীন ভারতে ১৮১৮ সালে এই মুদ্রা প্রচলিত ছিল। মুদ্রার ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “শুভ রাত্রি মিত্র গণ, আমরা যতই অনুসন্ধান করি ততই আবিষ্কার করি…তৎকালীন আমলের মুদ্রা রাম সীতার মূর্তি ১৮১৮ সাল এর সনাতন সত্য, সনাতন আদি, সনাতন শ্রেষ্ঠ ধর্ম। (ক্যাপশন সম্পাদিত)”
Fact
বুম যাচাই করে দেখে যে ১৮১৮ সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরণের কোনও মুদ্রা চালু করেছিল বলে ঐতিহাসিক কোনও স্বাক্ষ্য প্রমাণ নেই। বিভিন্ন মন্দিরের স্মারক হিসেবে বেশ কিছু মুদ্রা প্রণয়ন করা হয় সেগুলিকে ‘রাম টঙ্কা’ বলা হয়। মুদ্রা সংগ্রাহক এবং গবেষকদের অভিমত এই মুদ্রার কোন অর্থমূল্য ছিল না, তাই বৈধ বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হয়না এই মুদ্রাকে। এই ধরণের হুবহু স্মারক মুদ্রা ইন্টারনেটে বিভিন্ন বিপণন ওয়েবসাইটে কিনতে পাওয়া যায়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আর্কাইভ সংক্রান্ত ওয়েবসাইট দেখলে জানা যায় ইংরেজ শাসনাধীন ভারতে মহাকাব্য রামায়ণের আখ্যানের কেন্দ্রীয় চরিত্র স্বরূপ কোনও মুদ্রা প্রচলিত ছিল না। বুম ২০১৯ সাল থেকে একাধিকবার এই ছবি ঘিরে ছড়ানো ভুয়ো দাবির তথ্য-যাচাই করেছে।