Claim
সোশাল মিডিয়ায় কর্মক্ষেত্রে সহকর্মী তিন আইপিএস আধিকারিকের ছবি আবার ভুয়ো দাবিতে জিইয়ে উঠল পরস্পরের ভাইরবোন বলে। ভাইরাল হওয়া ছবিতে তিনি আইপিএস আধিকারিককে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ''শুধু জিনস, সিগারেট নয়...সমান অধিকার, সমান মর্যাদা বলতে এটা বুঝতে হবে সমাজকে। এক পরিবারে তিন ভাই বোন IPS অফিসার!! মেয়ে মানে "কাঁধের বোঝা" নয়, আমাদের উচিত মেয়েদেরকে "বোঝা!" সঠিক সুযোগ পেলে শুধু ছেলে নয় মেয়েও বংশের মুখ উজ্জল করবে!! ছেলেকে আলাদা করে মানুষ, মেয়েকে আলাদা করে মানুষ না করে দুজনকে "সন্তান" হিসাবে মানুষ করুন, দেখবেন একদিন গর্ব করে বলবেন..."ও আমার মেয়ে!"
Fact
বুম যাচাই করে দেখে এই তিন আইপিএস আধিকারিক পরস্পরের পেশাগত সহকর্মী। তাঁরা কেউ নিজেদের ভাইবোন নন। হরিয়ানা ক্যাডারের আইপিএস প্রবেশনার পূজা বশিষ্ঠ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি প্রথম পোস্ট করেন ২০২০ সালের ২২ অগস্ট। পোস্টটিতে শ্রুত কীর্তি সোমবংশী এবং তুষার গুপ্তকেও ট্যাগ করা হয়েছিল। বুম মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার সোমবংশীর সঙ্গে যোগাযোগ করলে তিনি গোটা আত্মীয়তার গল্পটাকেই ভুয়ো গুজব বলে খারিজ কররে দেন। বলেন—তাঁরা ভাই-বোন তো ননই, এমনকী আত্মীয়ও নন। ২০১৮ সালের আইপিএস পাঞ্জাব ক্যাডারের তুষার গুপ্ত জানান, ছবিটা একটা প্রশিক্ষণ সেশনের সময় আইপিএস-দের মেস-এ তোলা হয়েছিল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বুম ছবিটিকে ঘিরে ছড়িয়ে পড়া ভাইরাল ভাই-বোন তত্ত্বের গুজবটি খণ্ডন করে।