Claim
পাশাপাশি বসে থাকা তিন আইপিএস আধিকারিকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে তারা সম্পর্কে ভাই বোন হন। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "শুধু জিনস, সিগারেট নয়...সমান অধিকার,সমান মর্যাদা বলতে এটা বুঝতে হবে সমাজকে। এক পরিবারে তিন ভাই বোন IPS অফিসার!! মেয়ে মানে "কাঁধের বোঝা" নয়, আমাদের উচিত মেয়েদেরকে "বোঝা!" সঠিক সুযোগ পেলে শুধু ছেলে নয় মেয়েও বংশের মুখ উজ্জল করবে!! ছেলেকে আলাদা করে মানুষ, মেয়েকে আলাদা করে মানুষ না করে দুজনকে "সন্তান" হিসাবে মানুষ করুন, দেখবেন একদিন গর্ব করে বলবেন..."ও আমার মেয়ে!"
Fact
বুম যাচাই করে দেখে ওই তিন আইপিএস আধিকারিক পরস্পরের পেশাগত সহকর্মী। আমরা রিভার্স সার্চ করে দেখি, হরিয়ানা ক্যাডারের শিক্ষানবিশ আইপিএস পূজা বশিষ্ঠ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২২ অগস্ট ২০২০ তে ছবিটি পোস্ট করেন। পোস্টটিতে তিনি শ্রুত কীর্তি সোমবংশী ও তুষার গুপ্তকে ট্যাগ করেন। বুম মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার সোমবংশীর সঙ্গে যোগাযোগ করলে তিনি আত্মীয়তার গল্পকে গুজব বলে খারিজ করে বলেন, “তারা ভাই-বোন তো ননই এবং আত্মীয়ও নন।“ ২০১৮ সালের আইপিএস পাঞ্জাব ক্যাডারের তুষার গুপ্ত জানান, ছবিটি একটি প্রশিক্ষণ চলাকালীন এক মেসে তোলা হয়েছিল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ছবিটি একই ভুয়ো দাবি সহ ভাইরাল হলে বুম সেটির তথ্য যাচাই করে।