Claim
শববাহী যান না মেলায় ওড়িশায় এক মহিলার মরদেহ হাঁটু থেকে ভেঙে বস্তাবন্দী করার দুটি স্পর্শকাতর ছবি লকডাউনে সাম্প্রতিক ঘটনা বলে জিইয়ে উঠেছে। সঙ্গের ছবিটিতে লেখা হয়েছে, ‘‘ডিজিট্যাল ইন্ডিয়া! ওড়িশার হাসপাতালে অ্যাম্বুল্যন্স না থাকায় মৃত মায়ের শরীর ভেঙে বস্তায় ভরে নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে ছেলেকে!’’ এরকম একটি ভাইরাল ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘অবশেষে এই আচ্ছে দিন দেখতে হল।”
Fact
২০১৬ সালের ২৬ অগস্ট প্রকাশিত ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে ওড়িশার সোরো রেলওয়ে স্টেশনের কাছে। মালবাহী ট্রেনে কাটা পড়া এক বৃদ্ধার মরদেহ নিয়ে যাওয়ার জন্য দুই ব্যক্তি ওই কাণ্ড করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায় সালামনি বেহরা (৮০) নামের ওই বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য বালাসোর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কোনও শববাহী যান পাওয়া যাচ্ছিল না। অটোভাড়া বেশি চাওয়ায় তারা ওই ভাবে নিয়ে যেতে বাধ্য হয়। বুম ছবিদুটি ২০১৯ সালে খণ্ডন করেছে, তখন এটি আরও একবার ভাইরাল হয়েছিল।