Claim
পশ্চিমবঙ্গ সরকার করোনা মোকাবিলায় অসাধারণ ভূমিকার জন্য রাষ্ট্রসংঘের তরফ থেকে শান্তি পুরস্কার পেয়েছে এমন ভুয়ো দাবি সহ গ্রাফিক পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ফেসবুকে শেয়ার করা গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, " করোনা মুকাবিলায় অসাধারণ ভূমিকার জন্য রাষ্ট্রসঙ্ঘের শান্তি পুরস্কার পেল পশ্চিমবঙ্গ সরকার"।
Fact
বুম যাচাই করে দেখে ২০২০ সালে জাপানের অলাভজনক সংস্থা ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন (UNWPA) করোনা মোকাবেলায় রাজ্য সরকারের প্রশংসা করে তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝিকে শংসাপত্র পাঠায়। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন ওয়েবসাইটটির 'অ্যাবাউট আস' -এ লেখা রয়েছে এটি জাপানের একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং সংস্থাটি রাষ্ট্রসংঘের অধীনস্থ এমন কোনো উল্লেখ নেই। বুম রাষ্ট্রসংঘের সঙ্গে ইউএনডব্লিউপিএ-এর লোগোর তুলনা করে দেখতে পায় রাষ্ট্রসংঘের লোগোতে বিশ্ব মানচিত্র ও বৃত্তের রঙ একই এবং স্বচ্ছ। কিন্তু ইউএনডব্লিউপিএ-এর লোগোতে বিশ্ব মানচিত্র ও বাইরের বৃত্তের রং গাঢ় নীল আর তার সাথে একটি সাদা রঙের ওরিগ্যামি পাখি ও দুটি ফুল রয়েছে। বুম ২০২১ সালের জুন মাসে এই ভুয়ো দাবির প্রথম তথ্য যাচাই করে।