Claim
সোশাল মিডিয়ায় করোনা মোকাবিলায় বিহার পুলিশ ও প্রশাসনের প্রশিক্ষণের ভিডিও মিথ্যে দাবি সহ শেয়ার করা হয়েছে। ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-এর ফলে স্বাস্থ্য পরিসেবার সংকটের পরিস্থিতিতে ভিডিওটি ছড়ানো হচ্ছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে সংকটজনক অবস্থায় করোনা রুগীর সাহায্যে কী ভাবে বিভিন্ন পুলিশকর্মী ও স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের জরুরি পরিস্থিতিতে এগিয়ে আসতে হবে তা দেখানো হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “ভারতের করোনা পরিস্থিতি কি ভয়াবহ দেখুন এই ভিডিওতে।”
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি বিহারের হাজিপুরের পুলিশ ও জেলা আধিকারিকরা তৈরি। আপৎকালীন পরিস্থিতিতে কীভবে করোনা আক্রান্ত রোগীর সাহায্যে প্রশাসনের লোকজনকে এগিয়ে আসতে হবে তা অভিনয় করে দেখানো হয় ওই ভিডিওতে। বুম বৈশালী জেলার পুলিশ সুপার (হাজিপুর বৈশালী জেলারই সদর দফতর) ডাঃ গৌরব মঙ্গলার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এটি একটি মহড়ার ভিডিও মাত্র। ২০২০ সালের এপ্রিল মাসে তিনি বুমকে বলেন, "এটি হাজিপুর জেলের ভিতর পুলিশি মহড়ায় তোলা হয়েছে, যা পুলিশ অফিসাররা তৈরি করেছেন এবং একে সত্যিকারের করোনাভাইরাস সংক্রমণের দৃশ্য দাবি করে শেয়ার হওয়া পোস্টগুলি মিথ্যা ও ভিত্তিহীন।" বুম ওই সময় মিথ্যে দাবি সহ এরকম ভুয়ো পোস্টের তথ্য-যাচাই করেছিল।