Claim
সোশাল মিডিয়ায় থরে থরে লকারে সাজানো টাকা, এরকম একটি সাদা কালো ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটিতে দাবি করা হয়েছে, “কালীঘাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া দৃশ্য।’’ কালীঘাট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাসস্থল হওয়ায় ছবিটি পোস্ট করে ইঙ্গিত করা হয়েছে এটি তাঁরই ছবি। ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘খুব চেনা চেনা লাগছে।’’
Fact
বুম রিভার্স সার্চ করে দেখে ছবিটি ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দ্য হিন্দু সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। কলকাতার এক তামিল ব্যবসায়ী ভুয়ো লটারির ব্যাবসা ও হওয়ালা মারফত টাকা দুবাইয়ে চোরাচালান করতেন। ৬ টি জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয় সে সময়। নারদা চিটফান্ড কান্ডে গতবছর সিবিআই তদন্ত চালানোর সময় ছবিটি একই ভুয়ো দাবি সহ ভাইরাল করা হয় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে টাকার তোড়া সরাচ্ছেন। বুম ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির তথ্যযাচাই করেছিল।






 
                               
                               
                               
                               
                              
