Claim
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আলমারিতে থরে থরে টাকা সাজোনো তার সিসিটিভি দৃশ্য দাবিতে একটি সম্পাদিত ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, তাতে লেখা রয়েছে, “আমি যা দেখছি, আপনারাও কি তাই দেখছেন? কালীঘাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া চিত্র”।
Fact
বুম রিভার্স সার্চ করে দেখে আলমারিতে থরে থরে টাকা সাজানো আসল ছবিটি ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দ্য হিন্দু সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। কলকাতায় এক তামিল ব্যবসায়ী ভুয়ো লটারির ব্যাবসা ফেঁদে হওয়ালা মারফত টাকা দুবাইয়ে চোরাচালান করতেন। ৬ টি জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয় সে সময়। নারদা চিটফান্ড কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত শুরু হওয়ার সময় ছবিটি একই ভুয়ো দাবি সহ ভাইরাল হয় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে টাকার তোড়া সরাচ্ছেন। বুম ২০১৯ সাল থেকে বেশ কয়েকবার ছবিটি ঘিরে ভুয়ো তথ্য খণ্ডন করেছে।