Claim
‘‘প্রণাম শিল্পীকে। রাজনীতি না খুঁজে শিল্পাীর কাজটা দেখতে চেষ্টা করুন।’’
Fact
জি নিউজের গুজব খণ্ডনের প্রতিবেদনের শিরোনাম সম্পাদনা করে ফেসবুক পোস্টে দাবি করা হয়ছে মোদীর বহুমূল্যের প্রসাধন শিল্পীর চড়া বেতনের কথা। ফেসবুক পোস্টের প্রতিবেদনটি ২০১৮ সালের। মূল প্রতিবেদনে শিরোনাম লেখা ছিল, ‘‘মোদীর মেকাপ শিল্পীর মাসে বেতন ১৫ লক্ষ! আসল সত্যিটা কী?’’ ২০১৬ সালে মাদাম তুসো মিউজিয়ামের পক্ষ থেকে একটি দল প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে আসেন। ভাইরাল ছবিটি ওই সময়ের। তাদের মিউজিয়ামের জন্য অবিকল একটি প্রতিরূপ গঠনের জন্য মাপজোক ও অন্যান্য তথ্য সংগ্রহের জন্য আসেন তারা। ছবিতে যাকে প্রসাধন শিল্পী ভাবা হয়েছে ওই মহিলা প্রধানমন্ত্রীর মুখমন্ডলের প্রসাধনক্রিয়া করছেন না। বরং, তিনি একটি চোখের তারা ধরে প্রতিমূর্তি তৈরির জন্য মুখমন্ডলের বৈশিষ্ট্য জরিপ করছেন।