Claim
সোশাল মিডিয়ায় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য বলে আনন্দবাজার পত্রিকার একটি ভুয়ো শিরোনাম সহ স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে শেয়ার করা ওই ছবিতে দেখা যায় শিরোনাম লেখা হয়েছে, ‘‘বাঙালি যতই নোবেল জিতুক বাঙালিকে দেশছাড়া করবই: অমিত শা।" ওই প্রতিবেদনে অমিত শাহের ছবির নীচে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘কাঁথির সভায় অমিত শাহ।’’
Fact
বুম দেখে ভাইরাল হওয়া স্ক্রিনশটে স্বরাষ্ট্রমন্ত্রীর পদবী লেখা হয়েছে, ‘শা’ আর আনন্দবাজার পত্রিকা তাদের বানানবিধিতে ‘শাহ’ বানান লেখে। ভাইরাল হওয়া স্ক্রিনশটটটি ২০১৯ সালের ৩০ জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ-শিরোনামের সম্পাদিত বয়ান। মূল শিরোনামে লেখা হয়েছিল, "লোকসভার ফলের দিনই রাজ্যে সরকার পড়বে: অমিত শাহ"। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রাক্কালে কাঁথির এক জনসভায় ওই বক্তব্য রাখেন অমিত শাহ। ২০১৯ সালের অক্টোবর মাসে নোবেল কমিটি অর্থনীতিতে পুরস্কার প্রাপকের তালিকায় তিনজনের নাম ঘোষণা করে—যার মধ্যে ছিলেন এক বঙ্গপুঙ্গব অভিজৎ বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই ওই সময় ভুয়ো স্ক্রিনশটটি ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।